Canada Based Singer Shubh: 'ভারত আমারও দেশ', খালিস্তানি জঙ্গি আন্দোলনকে সমর্থনের অভিযোগে ভারতে অনুষ্ঠান বাতিল নিয়ে মুখ খুললেন গায়ক শুভ
Canada Based Singer Shubh (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ সেপ্টেম্বর: পাঞ্জাবি-কানাডিয়ান গায়ক শুভর ভারতে অনুষ্ঠান বাতিল নিয়ে চাঞ্চল্য ছড়ায়। শুভর ভারতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বাতিলের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন পাঞ্জাবি গায়ক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভারতে অনুষ্ঠান বাতিলের বিষয়টি নিয়ে মুখ খোলেন শুভ। পাঞ্জাবি-কানাডিয়ান গায়ক বলেন, ভারত তাঁরও দেশ। পাঞ্জাব তাঁর শিরায় শিরায় মিশে। পাঞ্জাবিদের দেশপ্রেম প্রকাশ করার কোনও প্রয়োজন নেই। তিনি জীবনে যা করতে পেরেছেন, তা পাঞ্জাবের জন্য। তাঁর  পূর্ব পুরুষ প্রত্যেকে পাঞ্জাবের। তাই তাঁর দেশপ্রেম আলাদা করে প্রকাশের কোনও প্রয়োজন নেই বলে জানান শুভ।

সম্প্রতি শুভর মুম্বইয়ের কনসার্ট বাতিল হয়। খালিস্তানি আন্দোলনকে সমর্থন করায় শুভর কনসার্ট বাতিল হয় বলে খবর। এরপর থেকেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠান বাতিল নিয়ে মুখ খোলেন শুভ।

গত ১৯ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর। হরদীপের খুনের কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, নির্জ্জরের খুনে ভারত যোগ রয়েছে। ট্রুডো র দাবি সামনে আসার পর তা তৎক্ষণাৎ নস্যাৎ করে দেয় ভারত। নির্জ্জরের খুনে ভারতের কোনও যোগ নেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।