দিল্লি, ২০ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর সুরের খুনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। নির্জ্জরের খুনের ঘটনায় ভারতে থাকা কানাডার নাগরিকদের প্রতি 'পরামর্শ' জারি করেছে জাস্টিন ট্রুডো সরকার। কানাডার যে নাগরিকরা ভারতে রয়েছেন, তাঁরা যাতে 'সতর্ক' থাকেন, সে বিষয়ে জাস্টিন ট্রুডো সরকারের তরফে জারি করা হয়েছে পরামর্শ। দুই দেশের সম্পর্কের পরিস্থিতি পালটাতে পারে, সেদিকে খেয়াল রেখে প্রত্যেক নাগরিক সতর্ক থাকুন বলে পরামর্শ জারি করা হয়েছে কানাডার সরকারের তরফে। পাশাপাশি খুব বেশি প্রয়োজন না হলে, যাতে কানাডার কোনও নাগরিক ভারতে এই মুহূর্তে না যান, সে বিষয়েও জানায় ট্রুডো সরকার। যদি খুব প্রয়োজন না হয়, তাহলে ভাবুন এবং ভারত ছেড়ে নিজের দেশে ফিরুন বলেও ট্রুডো সরকার জানায়। ভারত ছেড়ে কানাডায় ফেরারও পরামর্শ দেয় সে দেশের সরকার।
এসবের পাশাপাশি কানাডার নাগরিকরা যাতে জম্মু কাশ্মীরে না যান, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়। পাশাপাশি লাদাখেও যাতে কোনও কানাডার নাগরিক ঘুরতে, বেড়াতে না যান, তাও জানানো হয় ট্রুডো সরকারের তরফে।