দিল্লি, ২৮ ডিসেম্বর: খালিস্তানি (Khalistani) জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে (Hardeep Singh Nijjar) যারা হত্যা করে, তারা কানাডা ছেড়ে কখন বের হয়নি। কানাডাতেই রয়েছে হরদীপ সিং নিজ্জরের হত্যাকারীরা। কানাডা (Canada) পুলিশ সব সময় তাদের উপর নজর রেখেছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। এমনই দাবি করা হয় কানাডার দুটি সংবাদমাধ্যমের তরফে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের নজরে রয়েছে নিজ্জরের হত্যাকারীরা। যে কোনও সময় তাদের গ্রেফতার করা হতে পারে বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের। এমনকী, নিজ্জরকে লক্ষ্য করে যারা গুলি চালায়, তাদের সঙ্গে ভারতের সংযোগ রয়েছে। এমন দাবিও কানাডা পুলিশ প্রমাণ করে দেবে বলে ফের দাবি করা হয়েছে সে দেশের সংবাদমাধ্যমের তরফে।
আরও পড়ুন: Hardeep Singh Nijjar Shot Dead: 'নিষিদ্ধ' খালিস্তানি হরদীপ সিং নিজ্জরকে গুলি, ব্রিটেনে মৃত্যু
গত ১৮ জুন সুরের একটি গুরুদ্বারের পাশে হরদীপ সিং নিজ্জরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যে ঘটনার পর থেকে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক ক্রমাগত খারাপ হতে শুরু করে। নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে বলে দাবি করা হয় জাস্টিন ট্রুডোর দেশের তরফে। তবে ভারতের ভূমিকা বলে দাবি করা হচ্ছে, সে বিষয়ে কানাডা প্রমাণ পেশ করুক বলে পালটা দাবি জানানো হয় নয়া দিল্লির তরফে।
এমনকী নিজ্জরের খুনে ভারত যোগের যে দাবি করা হচ্ছে, তার স্বপক্ষে প্রমাণ দেওয়া হোক বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে।