নয়াদিল্লিঃ নির্বাচনী (President Election Of America) দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। সেই সঙ্গেই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Haris) নাম ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সওয়াল করেছেন বাইডেন। এরপরই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কটাক্ষের শিকার হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এমনকী হ্যারিসকে আক্রমণ করতে ছাড়েননি ট্রাম্প পুত্রও। এ বার তার পাল্টা জবাব দিলেন বাইডেনের ছায়াসঙ্গী। ট্রাম্পের উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেন, "ট্রাম্পের ধরন আমার জানা আছে।" শুধু তাই নয়, প্রাক্তন প্রেসিডেন্টকে 'প্রতারক' আখ্যা দিয়েছেন হ্যারিস। চলতি বছরের নভেম্বরে আমেরিকায় নির্বাচন। হাতে রয়েছে এখনও কিছুটা সময়। তবে এখনই আত্মবিশ্বাসের সুর চড়ালেন হ্যারিস। বললেন, "নভেম্বরে আমরা জিততে চলেছি।" প্রসঙ্গত, বাইডেনের সমর্থন পেয়ে নির্বাচনী প্রচারের জন্য ৪৬ মিলিয়ন ডলার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। অন্যদিকে বাইডেনের বদলে হ্যারিসের বিরুদ্ধে লড়াই করার বিষয়টিকে খুব একটা গুরত্ব দিচ্ছেন না ট্রাম্প।
"I Know Trump's Type", Says Kamala Harris As She Launches Election Campaign https://t.co/yy6qZfsFTy
— NDTV (@ndtv) July 23, 2024