
দিল্লি, ২৬ মে: জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) গ্রেফতারির পর একের পর এক খবর উঠে আসতে শুরু করেছে। পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয় গত ১৬ মে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি মালোহোত্রাকে গ্রেফতারের পর একাধিক খবর উঠে আসতে শুরু করেছে। এবার জ্যোতিকে নিয়ে যে খবর প্রকাশ্যে আসে, তা শুনলে অবাক হতে হবে। এক স্কটিশ ইউটিউবারের (YouTuber) তরফে সম্প্রতি এক সাক্ষাৎকার প্রকাশ করা হয়। ওই স্কটিশ ইউটিউবার বলেন, পাকিস্তানের আনারকলি বাজারে যখন তাঁর জ্যোতি মালহোত্রার সঙ্গে দেখা হয়, সেই সময় তাঁদের চারপাশে ৫,৬ জন বন্দুকধারী ঘুরে বেড়াতে শুরু করে।
লাহোরের (Lahore) আনারকলি বাজারে জ্যোতি মালহোত্রার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। ওই সময় জ্যোতির চারপাশে ৬ জন বন্দুকধারীকে তিনি ঘুরে বেড়াতে দেখেন। জ্যোতির সঙ্গে যখন ক্যালাম মিল নামে স্কটিশ ইউটিউবারের দেখা হয়, সেই সময় হরিয়ানার পাক চর তাঁকে জিজ্ঞাসা করেন বেশ কিছু প্রশ্ন। যার মধ্যে অন্যতম ক্যালাম মিলের এই প্রথম পাকিস্তান সফর কি না। যার উত্তরে তিনি জানান, এর আগেও তিনি ৪বার পাকিস্তানে গিয়েছেন। জ্যোতি মালহোত্রা নিজেকে ভারতীয় (Indian) বলে ক্যালাম মিলের সঙ্গে পরিচয়ের সময় জানান। পাশাপাশি পাকিস্তানের আতিথেয়তা 'অসাধারণ' বলে জ্যোতিকে ওই সময় মন্তব্য করতে শোনা যায় বলে জানান সংশ্লিষ্ট স্কটিশ ইউটিউবার।
আরও পড়ুন: Jyoti Malhotra: পাক হাইকমিশনের কর্মী দানিশ কীভাবে জ্যোতি মালহোত্রাকে 'টার্গেট' করেন, উঠে এল তথ্য
দেখুন জ্যোতি মালহোত্রার সেই পাকিস্তানে ঘোরার ভিডিয়ো...
ক্যালাম মিলের সঙ্গে জ্যোতির পরিচয় হয়, সেই সময় হরিয়ানার (Haryana YouTuber) ইউটিউবারের পরণে ছিল শাড়ি। আনারকলি বাজারের ভিতরে জ্যোতিকে হাসিখুশি মেজাজেই ওই সময় ভিডিয়ো শ্যুট করতে দেখা যায়।