Jyoti Malhotra (Photo Credit: X)

দিল্লি, ২৩ মে: যত সময় গড়াচ্ছে, জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) মামলায় একাধিক তথ্য সামনে আসছে। ইউটিউবার (Haryana YouTuber) জ্যোতি মালহোত্রাকে কীভাবে ফাঁসানো হয়, তার একটি প্রচ্ছন্ন ছবি এবার প্রকাশ্যে উঠে এল। সম্প্রতি ভারতের তরফে পাক হাইকমিশনের কর্মী দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই দানিশই ছিলেন আইএসআইয়ের হ্যান্ডেলের। এমন মনে করছেন গোয়েন্দারা। পাক হাইকমিশনে ভিসার জন্য আবেদন করতে আসা মানুষ কিংবা ভিসার জন্য যাঁরা আবেদন করছেন, তাঁদের আত্মীয়দের নিশানা করা হয়।  দিল্লিতে (Delhi) ২ ডজনের বেশি অর্থাৎ ২৪ জনের বেশি মানুষকে যাতে পাকিস্তানের (Pakistan) হয়ে কাজ করানো যায়, দানিশ সেই চেষ্টা চালান বলে রিপোর্টে প্রকাশ পায়।

দিল্লি পুলিশের (Delhi Police) তরফে এ বিষয়ে তদন্ত এবং তল্লাশি শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ২৫ জনকে বিভিন্ন বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তবে তেমন কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি বলে খবর।

আরও পড়ুন: Pakistani Spy Jyoti Malhotra: পাকিস্তানে বিয়ের জন্য নিজের ধর্ম পালটে ফেলে জ্যোতি মালহোত্রা? বড় কথা জানাল পুলিশ

জানা যাচ্ছে, ভারতের মাটিতে বেশি করে পাক গুপ্তচর তৈরি করতে পাকিস্তানি হাইকমিশন একাধিকবার চেষ্টা চালায়। তবে স্বার্থক হননি দানিশরা।

এসবের পাশাপাশি দানিশ কোনও আইএসআইয়ের (ISI) হ্য়ান্ডেলার নন। শোয়েব নামে এক আইএসআই হ্যান্ডেলারকে তিনি রিপোর্ট করতেন। ওই শোয়েবই পাক গুপ্তচর হিসেবে যাঁদের ভারতে পাঠানোর ব্যবস্থা হত, তাঁদের সিম কার্ড জোগাড়ের ব্যবস্থা করতেন বলে খবর। ২০২২ সালের ২১ জানুয়ারি দানিশের ভারতের ভিসা তৈরি হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়ালে জন্ম এই দানিশের।

অপারেশন সিঁদূরের (Operation Sindoor) পর গত ১৩ মে দানিশকে অবাঞ্ছিত বলে ঘোষণা করে দিল্লি। ভারতে থেকে দানিশ যে আইএসআইয়ের হয়ে বিভিন্ন ধরনের খবর জোগাড়ের চেষ্টা করছিলেন, সেই খবর পৌঁছে যায় ভারতের গোয়েন্দাদের কাছে। এরপরই দানিশকে অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয়।

গত সপ্তাহে জ্যোতি মালহোত্রা নামে হরিয়ানার এক ইউটিউবারকে গ্রেফতার করা হয় পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে। গ্রেফতারির পর জ্যোতি স্বীকার করে ২০২৩ থেকে দানিশের সঙ্গে তার পরিচয়। পরিচয়ের পর থেকে জ্যোতিকে কীভাবে নিপুণ পাক চর তৈরি করা যায়, সেই প্রশিক্ষণ দানিশই দিতেন বলে খবর।

বুধবার হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, পাকিস্তানি ইনটেলিজেন্স অপারেটিভের সঙ্গে জেনেবুঝেই যোগাযোগ করে জ্যোতি। তবে জ্যোতির সঙ্গে কোনও জঙ্গি-যোগ রয়েছে কি না, সে বিষয়ে কোনও প্রমাণ এখনও মেলেনি।

জ্যোতির সঙ্গে কোনও জঙ্গি বা সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগ রয়েছে, এমন তথ্য হিসার পুলিশের হাতে আসেনি বলে জানানো হয়।

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে যে ১২ পাক চরকে গ্রেফতার করা হয়, জ্যোতি মালহোত্রা তাদের একজন।