
দিল্লি, ২২ মে: হরিয়ানার ইউটিউবার (Haryana YouTuber) জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) সঙ্গে পাকিস্তান (Pakistan) হাই কমিশনের আধিকারিকের যোগ ছিল। পাক আধিকারিকের সঙ্গে যে জ্যোতি মালহোত্রার অহরহ যোগাযোগ ছিল, তা প্রমাণিত। সেই কথা জ্যোতি স্বীকারও করেছে। তবে এখনও পর্যন্ত জ্যোতির সঙ্গে কোনও জঙ্গি-যোগ মেলেনি। এমনই জানানো হয় হরিয়ানা পুলিশের তরফে।
জ্যোতি মালহোত্রার সঙ্গে জঙ্গিদের কোনও যোগাযোগ না মিললেও, হরিয়ানার এই ইউটিউবার পাক আধিকারিককে বিয়ে করতে চেয়েছিল। 'পাকিস্তানে আমায় বিয়ে করো' বলেও জানিয়েছিল জ্যোতি। সে কথাও প্রমাণিত হয়েছে বলে রিপোর্টে প্রকাশ।
তবে হিসার পুলিশের কথায়, জ্যোতি মালহোত্রা যে নিজের ধর্ম পালটাতে চেয়েছিল, এমন তথ্য বা প্রমাণ কোথাও মেলেনি। পাশাপাশি জ্যোতি মালহোত্রার সঙ্গে পাকিস্তানি ইনটেলিজেন্স অপারেটিভসের কারও বিয়ে হয়েছিল, সেই প্রমাণও মেলেনি।
তবে পাক হাইকমিশনের যে আধিকারিকের সঙ্গে জ্যোতি মালহোত্রার যোগাযোগ ছিল, সেই দানিশকে দিল্লি (Delhi) 'অবাঞ্ছিত' বলে ঘোষণা করেছে। এই দানিশই জ্যোতিকে আলি আওহান নামে আরও এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর আলি আওহান জ্যোতিকে পাকিস্তানে থাকার যেমন ব্যবস্থা করে দেয়, তেমনি তার সঙ্গে শাকির এবং রানা শেহবাজ়ের পরিচয়ও করিয়ে দেয় বলে সামনে আসে।
এই দানিশই জ্যোতিকে পাক গুপ্তচর হিসেবে গড়ে তুলছিলেন। দানিশের কথাতেই জ্যোতি অন্য ইউটিউবারদের সংস্পর্শে যায়। তবে তাঁদের সঙ্গে জ্যোতির কী ধরনের যোগাযোগ গড়ে ওঠে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে হিসার পুলিশের মুখপাত্রের তরফে জানানো হয়।
জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে কীসের অভিযোগ
গত ১৬ মে হরিয়ানার ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে পুলিশ গ্রেফতার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে। 'ট্রাভেল উইথ জো' নামে জ্যোতি যে ইউটিউব চ্যানেল চালায়, তার জন্য পাকিস্তানে যেতে হয় বলে দাবি করা হয়। তবে 'ট্রাভেল উইথ জো'-র জন্য ভিডিয়ো তৈরি করতে জ্যোতি পাকিস্তানে গিয়ে, সেখান থেকে পাক গুপ্তচর হয়ে দেশে ফেরে বলে জানা যায়।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যে ১২ জনকে সম্প্রতি গ্রেফতার করা হয়, তার মধ্যে একজন এই জ্যোতি মালহোত্রা।