জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় বংশদ্ভুদ দক্ষিণ আফ্রিকায় (South Africa) বসবাসকারী এক মহিলাকে। অপহরণের মিথ্যে ছক কষে জোহানেসবার্গে বসবাসকারী ওই মহিলা নিজের স্বামীর কাছ থেকে অপহরণের অর্থ দাবি করেন। নিজের অপহরণের মিথ্যে নাটক করে স্বামীর কাছ থেকে ২ মিলিয়ন অর্থ দাবির নাটক করে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুদ ওই মহিলা।
#Johannesburg: A 47-year-old Indian-origin in #SouthAfrica has been charged with perjury for faking her own kidnapping and demanding 2 million rand ransom from her husband.
— IANS (@ians_india) April 7, 2023