মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ শনিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জনসভায় চলে গুলি। কী কারণে এই হত্যার চেষ্টা, আততায়ীর সঙ্গে কারও যোগাযোগ রয়েছে কিনা এই বিষয়গুলি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে তদন্তকারী এই সব উত্তর খুঁজছে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, "আমি যেটুকু জানি, তাই বলতে চাই। আমি জানি একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর হামলা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তা এখনও অজানা। আমরা আমেরিকাকে এই পথে চলতে দিতে পারি না। এই দেশে হিংসার কোনও জায়গা নেই।" হিংসাকে কোনওভাবেই বরদাস্ত করেন না বাইডেন। সাফ জানান, হিংসা কোনও উত্তর নয়। তিনি বলেন, "হিংসা কখনই কোনও উত্তর হতে পারে না। সে গভর্নরকে অপহরণের ষড়যন্ত্র বা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা, ঘটনা যাই-ই হোক আমেরিকায় হিংসার কোনও স্থান নেই।" সবশেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আগামিকাল থেকে রিপাবলিকান কনভেনশন শুরু হচ্ছে। আমার এই বিষয়ে কোনও সন্দেহই নেই যে তাঁরা আমার কাজের সমালোচনা করবেন এবং এই দেশকে নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন। আমিও আমার কাজের মাধ্যমে নিজ যুক্তি স্থাপন করব।"

শুনুন কী বলছেন জো বাইডেন