ওয়াশিংটন: ‘পবিত্র সন্ধ্যা’য় মার্কিন মুলুকে জাঁকজমকপূর্ণ হ্যালোউইন উদযাপন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন (First Lady Jill Biden) হোয়াইট হাউসে হ্যালোউইনের আয়োজন করেন। হোয়াইট হাউস (White House) সুন্দর করে হ্যালোউইনের (Halloween) সাজে সাজিয়ে তোলা হয় সঙ্গে ধূসর আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে যোগ দেন, শিশু ও তাদের পরিবারের সদস্যরা। এই দিন হ্যালোইন উৎসবে শিশুদের সঙ্গে খুব মজা করেন জো বাইডেন ও জিল বাইডেন। শিশুদের উপহার দেন গল্পের বই চকলেটসহ নানা ধরণের উপহার।
দেখুন ভিডিও
US President Joe Biden and first lady Jill Biden hosted Halloween at the White House pic.twitter.com/DMWd1LRIcY
— Reuters (@Reuters) October 31, 2023
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের প্রায় সব দেশেই এই দিনটি পালিত হয়। তবে মূলত ইউরোপ এবং আমেরিকাতে এই উৎসব বিশেষভাবে পালন হয়। কালীপুজোর আগের দিন যেমন বাঙালিরা ভূত চতুর্দশী পালন করে, তেমনই পশ্চিমী দেশগুলিতে পালিত হয় হ্যালোউইন। এই হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে একটি স্কটিশ শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোইন শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’। মৃত আত্মাদের স্মরণে পালন করা হয় হ্যালোইন।