গত বছর জুলাইয়ে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-র ওপর হামলার ভয়বাহ স্মৃতি ফিরল। এবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার (Japanese PM Fumio Kishida) এক সভায় ধোঁয়া বোম্ব ছুঁড়ল এক আততায়ী। এরপরই হয় ভয়াবহ বিস্ফোরণ। কিশিদার মঞ্চের সামনে পাইপের মত একটা জিনিস ছোঁড়া হয়েছিল বলে জনা গিয়েছে। ওয়াকায়ামার সাইকাজাকি বন্দরে বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী কিশিদার। আচমকা তাঁর ভাষণের মাঝে ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। সেই সময় বড় বিপদ ঘটতে পারত। তবে বরাত জোরে রক্ষা পান কিশাদা। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করেই যে বোম্বটি ছোঁড়া হয়েছিল, তা শিকার করেছে আততায়ী।
যে ব্যক্তি স্মোক বোম্বটা ছুঁড়েছিলেন তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কিশিদা এখন সুস্থ অবস্থায় নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। আরও পড়ুন-রাশিয়া সীমান্তে পাঁচিল তুলছে ফিনল্যান্ড
দেখুন টুইট
Japanese PM #FumioKishida escaped unhurt after a smoke bomb was hurled at him ahead of his scheduled speech at the Saikazaki Port in Wakayama prefecture, local media reported.
In a report, it is said the person who threw the smoke bomb was apprehended by police.#Japan pic.twitter.com/D1ULFfmf32
— IANS (@ians_india) April 15, 2023
প্রসঙ্গত, গত বছর ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারে গিয়ে আততায়ীর ছোঁড়া গুলিতে নিহত হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের।