নয়াদিল্লি: জাপানের 'মুন স্নাইপার' আজ সকালে চাঁদে উড়ে গেল। এই মুন স্নাইপার লুনার মিশনের লক্ষ্য চন্দ্রপৃষ্ঠে তার লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে SLIM অবতরণ করা। এটি আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে অবতরণ শুরু করবে বলে আশা করছেন সেদেশের বিজ্ঞানীরা। 'মুন স্নাইপার' মিশন জাপানের তৃতীয় চন্দ্র অভিযান। এই মিশনের বাজেট ১০০ মিলিয়ন ডলার। আজ ভোর ৫:৩০ টা নাগাদা এটির উৎক্ষেপণ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য গত মাসে এক সপ্তাহে তিনবার স্থগিত করতে হয়।
দেখুন টুইট
【お知らせ】
H-ⅡAロケット47号機の打上げ結果について🚀#三菱重工 は本日午前8時42分11秒にH-ⅡAロケット47号機の打上げを実施しました。
ロケットは計画通り飛行し #XRISM と #SLIM を正常に分離した事を確認しました🎊
沢山のご声援ありがとうございました☺✨https://t.co/4A1SySq53N#H2AF47 pic.twitter.com/K0Echhii8p
— 三菱重工業株式会社 (@MHI_GroupJP) September 7, 2023
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে সফলভাবে উড়ে গিয়েছে।