ফের ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel-Iran Conflict)। বৃহস্পতিবার রাতভর যে হামলা চালানো হয়েছিল, তাতে শুধুমাত্র সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়নি, গুড়িয়ে ফেলা হয়েছে মিসাইল প্রস্তুতকেন্দ্রও। আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে কমপক্ষে ৬০টি ফাইটার জেট ১২০টি মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে তেহরান ও তার সংলগ্ন এলাকায়। মূলত যে এলাকাগুলিতে হামলা চালানো হয়েছে, সেখানে সেনাঘাঁটি এবং মিসাইল উৎপাদনস্থল ছিল। ফলে এই হামলার জেরে ইরানকে বড়সড় ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করছে তেল আভিভ। যদিও এই হামলা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে ইরান সরকার।

ইরানের বুকে বড় হামলা

এই হামলার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে এসপিএনডি-র সদর দফতরও। জানা যাচ্ছে, এই হামলার জেরে হতাহতের সংখ্যাও বেড়েছে ইরানে। তবে গতকাল রাতে শুধুমাত্র ইজরায়েলই হামলা চালিয়েছে, তা কিন্তু নয়। বরং ইরানের পক্ষ থেকেও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল। জানা যাচ্ছে, রাতের অন্ধকারে ইরানের পক্ষ থেকে ড্রোন হামলার চেষ্টা করা হয়। কিন্তু ইজরায়েলের আকাশসীমাতে ঢোকা পরই ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তা গুড়িয়ে দেয়।

কোমর ভেঙে দেওয়া হয়েছে ইরানের

এই এসরিএনডি সংস্থা মূলত ইরানকে অত্যাধুনিক অস্ত্র, স্বয়ংক্রিয় ক্ষেপনাস্ত্র বানানোর কাজে সহায়তা করত। ২০১১ সালে ইরানের পারমাণবিক অস্ত্রের জনক মোহসেন ফখরিজাদেহ এই সংস্থা প্রতিষ্ঠা করে। এই হামলার জেরে ইরানের কার্যত কোমর ভেঙে দিয়েছে বলে দাবি করছে ইজরায়েল প্রশাসন।