ইজরায়েলের উপর হামাস যেভাবে হামলা চালাচ্ছে, সে বিষয়ে ইরান যেন কোনওভাবে না জড়িয়ে পড়ে। ইজরায়েল এবং হামাসের যুদ্ধে কোনওভাবে ইরান জড়িয়ে পড়লে, তার ফল ভুগতে হবে। এবার এমন কড়া সুরেই ইরানকে সতর্ক করল আমেরিকা। প্রসঙ্গত লেবাননের হেজবুল্লা গ্রুপ উত্তর ইজরায়েলে রকেট হামলা চালায়। ওই ঘটনার পরই চোটে যায় আমেরিকা। যদিও ইরান যে সরাসরি ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে জড়িত, সে বিষয়ে গোয়েন্দা তথ্য হাতে পায়নি আমেরিকা। তবে ইরান যাতে কোনওভাবে ইজরায়েল এবং হামাসের যুদ্ধে না জড়ায়, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সোমবার লেবাননের হেজবুল্লা গোষ্ঠীর উপর পালটা হামলা চালায় ইজরায়েল। যার জেরে হেজবুল্লা ৩ সদস্যের মৃত্যু হয়। লেবানন এবং ইরান সীমান্ত দিয়ে বারংবার ইজরায়েলের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে।
আরও পড়ুন: Israel-Palestine War: ইজরায়েলের হামলায় গাজায় প্রায় সম্পূর্ণ বিপন্ন হতে পারে জনজীবন, আশঙ্কা
প্রসঙ্গত ২০০৬ সালে ইরানের অস্ত্রে বলিয়ান হয়ে হেজবুল্লা প্রায় এক মাস ধরে ইজরায়েলের সঙ্গে যুদ্ধ করে।