এখন পর্যন্ত কমপক্ষে ৩০০টির বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। আর তাতেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮ এবং আহত হয়েছেন ১৬৪৫ জন। এদের মধ্যে অনেকেই হেজবুল্লার জঙ্গি রয়েছেন বলে জানা গিয়েছে। তবে গাজার মতোই এখানেও প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সবথেকে বেশি হামলা চালানো হয়েছে দক্ষিণ বৈরুত এলাকায়। বিশেষ করে দাহীহ এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে এই হামলার জেরে কমপক্ষে ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে। রকেট পড়েছে স্কুল ও নার্সারিতে। সেই কারণে বর্তমানে দেশের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে লেবানন সরকার। লেবাননের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইরান সরকার। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবানন একা ইজরায়েলকে ঠেকাতে পারবে না। এরজন্য সকলকে একত্রিত হওয়ার প্রয়োজন।

ইজরায়েলি সেনা তরফ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনে ২ হাজার বেশি অস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলায়। এর আগে ইজরায়েলে একাধিকবার রকেট হামলা করেছিল হেজবুল্লা। যদিও সেই হামলা একবারও সফল হয়নি। তবে প্রতিবারই লেবাননকে কড়া হুশিয়ারি দিচ্ছিল ইজরায়েল। তবে এবার আর হুশিয়ারি নয়, সরাসরি হামলা চালালো তেল আভিভ।