
Israel-Iran War: ক্রমশ আরও অস্থির হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। যত সময় এগোচ্ছে ইজরায়েল (Israel) এবং ইরানের (Iran) সংঘাত আরও ভয়াবহ আকার নিচ্ছে। জেরুসালেম (Jerusalem) এবং তেল আভিভ (Tel Aviv) লক্ষ্য করে কাতারে কাতারে মিসাইল ছুঁড়ছে ইরান। ইজরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংস করতে মরিয়া ইরান। অন্যদিকে পালটা জিবাব দিচ্ছে ইজরায়েলও। ইরানের পরমাণু এবং মিসাইল ঘাঁটিগুলো নিশানা করে লাগাতার ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইজরায়েল সেনাবাহিনী। ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সংঘাতের মধ্যে একটিতে পরিণত হয়েছে। কারণ সপ্তাহান্তে দুই দেশই একে অপরের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালিয়েছে।আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতা না করায় ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল।
জ্বলছে তেহরান
পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে অপারেশন 'রাইজিং লায়ন' (Rising Lion) শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ইজরায়েলের ডিফেন্স ফোর্স দাবি করেছে, ইরান পরমাণু বোমা বানাচ্ছিল। তা থেকে নিজেকে রক্ষা করতেই হামলা চালিয়েছে আইডিএফ (Israel Defence Force)। হামলায় ইরানে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। পরমাণু এবং মিসাইল ঘাঁটিতে হামলার ফলে ইরানের সশস্ত্র সেনাবাহিনীর একাধিক কর্তার মৃত্যু হয়েছে। পরমাণু বিজ্ঞানীরাও মারা গিয়েছেন। এরপরেই পালটা হামলা শুরু করেছে তেহরান। শনি এবং রবির মধ্যরাতে দুই দেশের মধ্যে মিসাইল আদান প্রদান বেড়েছে। দুই দেশেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ইজরায়েলে বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে। কয়েক জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছেন অনেকে। বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। তেল আভিভ এবং রাজধানী জেরুসালেম সাইরেন বেজে চলেছে। আকাশে বিস্ফোরণের শব্দে কান পাতা দায়। ইরানের মিসাইল ধ্বংস করার জন্যে প্রতিরোধকারী রকেট ছুঁড়ছে ইজরায়েল (Israel)।
আরও পড়ুনঃ আয়াতুল্লাহর মতো উগ্রবাদী নেতারা হুমকি দিলে এরকমই জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইজরায়েলের
প্রতিরোধকারী হামলার পাশাপাশি রাতে ইরানের মাটিতেও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইজরায়েল। রাজধানী তেহরানের তেল ভাণ্ডার লক্ষ্য করে চলে হামলা। আইডিএফের বিস্ফোরক হামলায় জ্বলছে তেহরান। সেখানে অবস্থিত ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের ভবনেও একটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে বলে খবর। আইডিএফের (IDF) হুঁশিয়ারি, তেহরানকে গুঁড়িয়ে ও জ্বালিয়ে দেওয়া হবে। অন্যদিকে আগামী দিনে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের বাহিনী। ইজরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি কি তৃতীয় বিশ্ব যুদ্ধের চেহারা নেবে!