দিল্লি, ১৮ জুন: ইজরায়েলের (Israel-Iran War) যুদ্ধ বিমান ক্রমাগত ইরানের উপর দিয়ে পাক খাচ্ছে। কখন, কোথায় ইজরায়েলের (Israel) যুদ্ধ বিমান। যে কোনও মুহূর্তে ইজরায়েলের যুদ্ধ বিমান হামলা চালাতে পারে ইরানে। ফলে ইরানে যে কোনও মুহূর্তে পড়তে পারে বোমা। ইজরায়েল এবং ইরানের যুদ্ধের মাঝে ঘৃতাহুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই উত্তেজনা আরও বাড়ছে। ইরানের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আমেরিকা যদি নাক গলায়, তাহলে পুরোপুরি যুদ্ধে নামবে তারা। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হস্তক্ষেপ যে ইরান বরদাস্ত করবে না, তা স্পষ্ট করে দেওয়া হয় তেহরানের তরফে।
রিপোর্টে প্রকাশ, ১৮ জুন সকাল থেকে ইরানের আকাশে চক্কর কাটছে ইজরায়েলের যুদ্ধ বিমান। পরপর ৫০টি যুদ্ধ বিমান ইজরায়েল পাঠিয়েছে ইরানের দিকে। যে ছবি প্রকাশ পাওয়ার পর ফের তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
এদিকে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল থেকে সে দেশে পরপর ২বার সাইরেন বাজানো হয়েছে। ইরান হামলা চালিয়েছে। ইরানের হামলায় যাতে কোনও সাধারণ নাগরিকের প্রাণ না যায়, তার জন্যই সাইরেন বাজিয়ে সতর্কতার কাজ ইজরায়েল শুরু করে বলে জানায় আইডিএফ।
জানা যায়, আজ উত্তর ইজরায়েলে (North Israel) সাইরেন বাজতে শুরু করে। উত্তর ইজরায়েলে সাইরেন বাজার মধ্যেই ইরানের মিসাইল (Missile) আছড়ে পড়ে। ফলে ইরানও যে কোনওভাবে ইজরায়েলকে এই যুদ্ধে রেয়াত করছে না, তা স্পষ্ট গোটা বিশ্বের কাছে। তাইতো ইরানের আত্মসমর্পণের কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান পুরোপুরি আত্মসমর্পণ করলে, তবেই এই য়ুদ্ধ স্তিমীত হবে বলে ট্রাম্প জানান। যা শোনার পর পালটা ফুঁসে ওঠে ইরান।