Donald Trump On Immigrants (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৮ জুন: ইজরায়েলের (Israel-Iran War) সঙ্গে ইরানের যুদ্ধ ৬ দিনে পড়ল। ইজরায়েল-ইরানের যুদ্ধের জেরে পশ্চিম এশিয়া (West Asia) যখন উত্তপ্ত, সেই সময় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সেই উত্তেজনায় কার্যত ঘৃতাহুতি দিলেন। ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মাঝে ডোনাল্ড ট্রাম্প এবার সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। আমেরিকার (US President) যে উচ্চ পদস্থ সেনা কর্তারা রয়েছেন, তাঁদের সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্টে প্রকাশ, আমেরিকার সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ইজরায়েলের পাশাপাশি এবার আমেরিকাও ইরানের উপর হামলা চালায় কি না, তা নিয়ে তৈরি হয়েছে জোরদার সংশয়। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরও স্পষ্ট করে বলেন, ইরান যদি নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে নেয়, তাহলে এই যুদ্ধের পরিসমাপ্তি হবে। অর্থাৎ ইরানের পরবর্তী পদক্ষেপের উপরই ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ভবিষ্যত নির্ধারিত হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

ইরানের উপর হামলা চালাতে ইজরায়েল শুরু করেছে অপারেশন 'রায়জ়িং লায়ন'। অপারেশন রায়জ়িং লায়ন শুরুর পরই ইজরায়েল একের পর এক হামলা শুরু করে ইরানে। যার পালটা প্রত্যুত্তরে ইরান তেল আভিভে হামলা চালায়। একের পর এক ইরানি মিসাইলের হামলায় তেল আভিভের কাছে হারজ়িলিয়ায় জ্বলে যায় গুপ্তচর সংস্থা মোসাদের কেন্দ্র। য়া নিয়ে গোটা বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় জোর চর্চা।

আরও পড়ুন: Israel-Iran War: ইরানে কাজ করছে না ATM, বন্ধ বিভিন্ন ব্যাঙ্ক, ইজরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে দেশের ব্যাঙ্কিং পরিষেবায় ধস নামার আশঙ্কা ইরানবাসীর

মোসাদের কেন্দ্রে হামলার পরপরই সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইরান এবং ইজরায়েলের যুদ্ধ বিরতি নিয়ে তিনি কোনও প্রস্তাব দেননি। উলটে বড় কিছু ঘটতে চলেছে বলে নিজের ট্যুইটে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।