Donald Trump's Warning To Iran And Israel (Photo Credit: X/ANI)

দিল্লি, ২৪ জুন: যুদ্ধ বিরতি ঘোষণার পরই ইরান (Israel-Iran Ceasefire) মিসাইল (Missile) ছুঁড়তে শুরু করে ইজরায়েলের দিকে। যার জেরে উত্তর ইজরায়েল জুড়ে বাজতে শুরু করে সাইরেন। ইরান মিসাইল ছোঁড়া শুরু করলে, তেহরানে পালটা হামলার নির্দেশ দেয় ইজরায়েল। ফল যুদ্ধ বিরতি তো নয়, উলটে পশ্চিম এশিয়ার (West Asia) পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। যার জেরে ফের মাঠে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইজরায়েল যেন কোনওভাবে ইরানের উপর বোমা না ফেলে। ইজরায়েল যদি কোনওভাবে ইরানের উপর বোমা ফেলে, তাহলে তা যুদ্ধ বিরতি লঙ্ঘন হবে। যা একেবারে বাঞ্ছনীয় নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। শুধু তাই নয়, বন্দুক নিজের ঘরেই রাখ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে ওইসব বোমা ফেলো না বলেও ইজরায়েলকে হুঁশিয়ার করেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: Iran-Israel Ceasefire: সংঘর্ষ বিরতি ভাঙায় বন্ধু নেতানিয়াহুকে চরম হুঁশিয়ারি ক্ষুব্ধ ট্রাম্পের, ইরানের মিসাইল হামলায় ইজরায়েলে ভেঙে পড়ল সাততলা বাড়ি

দেখুন কী লিখলেন ডোনাল্ড ট্রাম্প...

ডোনাল্ড ট্রাম্পের ট্য়ুইটের পর ইজরায়েল কি মার্কিন প্রেসিডেন্টের কথা শুনবে না ইরানের উপর হামলা চালিয়ে যাবে, এখনই সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।

এদিকে যুদ্ধ বিরতি ঘোষণার (Ceasefire) পর ইজরায়েল এবং ইরান, দুই দেশই সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বিরতি ঘোষণার পর ইজরায়েল যেভাবে তেহরানের (Tehran) দিকে বোমা ছুঁড়তে শুরু করে, তাতে বিরক্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।