Iran-Israel Ceasefire: তাঁর আবেদন উড়িয়েই সংঘর্ষ বিরতি ভঙ্গ করে একে অপরের সঙ্গে লড়ছে ইজরায়েল ও ইরান। এই কথা নিজেই স্বীকার করে চরম ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইজরায়েল কেন ইরানে বোম ফেলছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যল মিডিয়ায় পোস্ট করলেন ট্রাম্প। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে চরম হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখলেন, "ইজরায়েল, বোমগুলো ফেলো না। তোমরা যদি বোম ফেলো তা হলে সেটা সংঘর্ষ বিরতির বড় লঙ্ঘন হবে। তোমাদের যুদ্ধবিমানের পাইলটদের দেশে ফিরিয়ে আনো।"সংঘর্ষ বিরতি ঘোষণার পর ইরানের মিসাইল এদিন আছড়ে পড়ে ইজরায়েলের বের শেভায়। যুদ্ধবিরতির মাঝে ইরানিয়ান ব্যালস্টিক হামলায় ইজরায়েলের সেই শহরে সাততলা বাড়ি ভেঙে পড়ে, প্রাণ হারান ৪ জন, গুরুতর জখম কমপক্ষে ১২ জন।
ইরান আর কখনও পরমাণু বোমা তৈরি করতে পারবে না: ট্রাম্প
তবে সংঘর্ষ বিরতি ভাঙলেও, ইরান আর কখনও পরমাণু বোমা তৈরির দিকে এগোতে পারবে না বলে দাবি করেন ট্রাম্প। কারণ তাঁর দাবি মার্কিন বোমারু বিমান ইরানের পরমাণু সব পরিকাঠামো ভেঙে এসেছে। যদিও ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান জানিয়েছে পরমাণু শক্তি নিয়ে তাদের কাজ এগিয়ে যাবে। আরও পড়ুন-ডিম আগে না মুরগি আগের জটিলতাতেই ট্রাম্পের সংঘর্ষবিরতি শুধুই দাবি, হামলা-পাল্টা হামলা অব্যাহত ইজরায়েল-ইরানের
ইজরায়েলের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
BREAKING: Trump post directed at Israel pic.twitter.com/E1qgiG8N3Q
— The Spectator Index (@spectatorindex) June 24, 2025
সংঘর্ষ বিরতির পর দক্ষিণ ইজরায়েলে ব্যালিস্টিক মিসাইল হানা ইরানের
IRAN VIOLATES TRUMP CEASEFIRE:
Iran fires three waves of ballistic missiles into Israel. Multiple critical patients reported at impact site in Beersheva as residential building struck. pic.twitter.com/Gru01Wgz6g
— Breaking911 (@Breaking911) June 24, 2025
ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় ইজরায়েলে ভাঙল সাততলা বাড়ি
ইজরায়েলের অভিযোগ সংঘর্ষ বিরতির মাঝেই ইরান তাদের লক্ষ্য করে মিসাইল হামলা জারি করেছে। তেল আভিভে ইরানের মিসাইল হানার ভিডিও প্রকাশ করেছে IDF। ইজরায়েল এবার তেহরানকে মিসাইল হানা চালাতে থাকে। তার মানে ট্রাম্পের দাবি উড়িয়ে ইজরায়েল-ইরানের যুদ্ধ জারি রয়েছে। ট্রাম্প দুই দেশকেই অনুরোধ করেছিলেন সংঘর্ষবিরতি কোনওভাবেই লঙ্ঘিত না হয়। যুদ্ধবিরতির মাঝে ইরানিয়ান ব্যালস্টিক হামলায় ইজরায়েলের সেই শহরে সাততলা বাড়ি ভেঙে পড়ে, প্রাণ হারান ৪ জন, গুরুতর জখম কমপক্ষে ১২ জন।
ইজরায়েলের মৃত্য়ুদণ্ড
এদিকে, এবার ইরানের (Iran) এক পরমাণু গবেষককে মৃত্যুদণ্ড দিল ইজরায়েল (Israel)। ইজরায়েল এবং ইরানের মাঝে যখন সংঘর্ষ বিরতির (Ceasefire) কথাবার্তা চলছে, সেই সময়ই ওই গবেষককে মৃত্যুদণ্ড (Israel Assassinated Iranian Scientist) দেওয়া হয়েছে। এমন খবর এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, ইজরায়েল এবং ইরানের মাঝে যখন সংঘর্ষ বিরতির কথা শুরু হয়, সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে ইরানের এক গবেষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কী কারণে ওই গবেষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।