Israel vs Iran Ceasefire: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সবার আগে জানান, সপ্তাহখানেকের তীব্র উত্তেজনার পর ইজরায়েল ও ইরান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। সংঘর্ষ বিরতির কথা প্রথমে অস্বীকার করেছিল ইরান। কিন্তু কয়েক ঘণ্টা পর ইরানের বিদেশমন্ত্রীও মেনে নেন সংঘর্ষ বিরতির কথা। ট্রাম্পকে এখন চটাতে চান না বলে বেঞ্জামিন নেতানিয়াহুও যুদ্ধ বন্ধের কথা মেনে নেন। তবে সেই সব দাবি এখন খাতায় কলমে। ট্রাম্পের সংঘর্ষবিরতি দাবির মাঝেই ইজরায়েল ও ইরান একে অপরকে লক্ষ্য করে মিসাইল হামলা জারি করেছে। দুই দেশেরই দাবি, হামলা করলে পাল্টা হামলা হবে তাই তারা হামলা জারি রয়েছে। তার মানে যুদ্ধ বিরতির মাঝেই ইজরায়েল ও ইরান দুই শিবিরের দাবি, আগে ওরা হামলা থাকক, তারপর বিরতি হবে। সেখানেই আপাতত আটকে ট্রাম্পের 'Ceasefire'।
সংঘর্ষ বিরতি এখনও শুধুই খাতায় কলমে
কিন্তু ইজরায়েলের অভিযোগ, সংঘর্ষ বিরতির মাঝেই ইরান তাদের লক্ষ্য করে মিসাইল হামলা জারি রেখে। তেল আভিভে ইরানের মিসাইল হানার ভিডিও প্রকাশ করেছে IDF। পাল্টা ইরানের তেহরানে মিসাইল হানা চালাতে দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।। তার মানে ট্রাম্পের দাবি উড়িয়ে ইজরায়েল-ইরানের যুদ্ধ জারি রয়েছে। ট্রাম্প দুই দেশকেই অনুরোধ করেছিলেন সংঘর্ষবিরতি কোনওভাবেই লঙ্ঘিত না হয়।
সংঘর্ষ বিরতির মাঝেই সংঘর্ষ
🚨🇮🇷🇮🇱 IRANIAN MILITARY CLAIMS ISRAEL VIOLATED CEASEFIRE AND THEY RESPONDED
After denying post-ceasefire missile launches, Iran is now shifting its story.
A spokesperson for Khatam al-Anbiya, the Iranian Armed Forces' top operational command, claims Israel carried out 3 waves… https://t.co/epg0EBMSFc pic.twitter.com/vonaUl0YSE
— Mario Nawfal (@MarioNawfal) June 24, 2025
ইরানের হামলা ইজরায়েলে
See the visual of Beersheba Israel many people injured this attack by Iranian Ballistic missile
It's Iran says Iran never surrender it's our history.#Iran #IranIsraelConflict #IranVsIsrael #ceasefire #IsraeliranWar #Israel pic.twitter.com/gHTDzyuQw5
— Ashish Singh (@AshishSinghKiJi) June 24, 2025
যুদ্ধবিরতির পর ইরানের গবেষককে মৃত্য়ুদণ্ড ইজরায়েলের
এদিকে, এবার ইরানের (Iran) এক গবেষককে মৃত্যুদণ্ড দিল ইজরায়েল (Israel)। ইজরায়েল এবং ইরানের মাঝে যখন সংঘর্ষ বিরতির (Ceasefire) কথাবার্তা চলছে, সেই সময়ই ওই গবেষককে মৃত্যুদণ্ড (Israel Assassinated Iranian Scientist) দেওয়া হয়েছে। এমন খবর এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, ইজরায়েল এবং ইরানের মাঝে যখন সংঘর্ষ বিরতির কথা শুরু হয়, সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে ইরানের এক গবেষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কী কারণে ওই গবেষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।