Benjamin Netanyahu (Photo Credit: X)

দিল্লি, ১৩ জুন: ইজরায়েল (Israel-Iran War) যা করেছে, তার ফল তাকে ভুগতে হবে। এবার এভাবেই সুর চড়ালেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তোল্লা আলি খামেইনি। ইজরায়েলের কর্মকাণ্ডের ফল তাদের ভুগতে হবে বলে স্পষ্ট জানান খামেইনি। প্রসঙ্গত ইজরায়েলের (Israel) হামলায় ইরানের (Iran) একাধিক সেনা আধিকারিকের মৃত্যুর খবর মেলে। ইরানের একাধিক সেনা আধিকারিকের মৃত্যুর খবর যখন পরপর আসতে শুরু করে, সেই সময় সুর চড়ান খামেইনি। তিনি স্পষ্ট জানান, ইজরায়েলের কর্মফল তাদের ভুগতেই হবে। কোনওভাবে ইজরায়েলকে ছাড়া হবে না বলে স্পষ্ট জানানো হয়। শুধু তাই নয়, আমেরিকার মৃত্যু, এটা শুধু স্লোগান নয়। এটি আদতে ইরানের একটি পলিসি। তাই আমেরিকার সাহায্যে ইজরায়েল যা করেছে, তার ফল ভুগতেই হবে বলে খামেইনি স্পষ্ট জানান।

খামেইনির (Ayatollah Ali Khamenei) কথায়,  ইজরায়েল এবং আমেরিকাকে (US) বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এই দুই দেশের কোনও অস্তিত্ব একদিন থাকবে না বলে মন্তব্য করেন আয়তোলাল্লা খামেইনি।

ইজরায়েল যেভাবে হামলা চালিয়েছে, তার ফল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে ভুগতে হবে বলেও স্পষ্ট জানান আয়তোল্লা আলি খামেইনি।

আরও পড়ুন: Israel-Iran War: ইরানের সেনাঘাঁটিতে ইজরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা, খামেনির মৃত্য়ু জল্পনা

দেখুন ইরানের ধর্মীয় নেতা কী বললেন...