Ayatollah Ali Khamenei (Photo Credit: X)

দিল্লি, ১৮ জুন: ফের সুর চড়ালেন আয়াতোল্লা আলি খামেইনি (Ayatollah Ali Khamenei)। তিনি বলেন, শত্রু দেশের কোনও ক্ষমা নেই। 'নো মার্সি ফর জিওনিস্ট' (Zionists) বলে সুর চড়ান খামেইনি। ইজরায়েল-ইরানের (Israel-Iran War) যুদ্ধের মাঝে বেঞ্জামিন নেতানিয়াহু যখন সুর চড়ান, সেই সময় পালটা মুখ খোলেন খামেইনি। তিনি বলেন জিওনিস্টদের কোনও ক্ষমা নেই।

নিজের এক্স হ্যান্ডেলে খামেইনি লেখেন, 'জঙ্গি রাষ্ট্র জিওনিস্টদের যোগ্য জবাব দেওয়া হবে। জিওনিস্টদের কোনওভাবে ক্ষমা করা হবে না' বলে স্পষ্ট জানান খামেইনি।

গত কয়েক ঘণ্টায় ইরানে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। ইরানে (Iran) মাটির নীচে যে পরমাণু (Nuclear) শক্তিকেন্দ্র রয়েছে, সেখানে আঘাত করেছে ইজরায়েল। সেই সঙ্গে মাটির  নীচের লুকনো সেনা ঘাঁটিতেও আইডিএফ (IDF)  আঘাত করে। যার জেরে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। এরপরই সুর চড়ান নেতানিয়হু (Benjamin Netanyahu)। তিনি বলেন, খামেইনিকে খতম করা হবে। সাদ্দাম হুসেনের মতই খামেইনির পরিস্থিতি হবে বলে মন্তব্য করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়হুর হুমকির পর খামেইনির তরফে পালটা হুমকি দেওয়া হয়। ইজরায়েলিদের কোনওভাবে ছাড় নেই বলে সুর চড়ান তিনি।

অন্যদিকে বুধবার ইজরায়েলের দিকে হাইপারসনিক মিসাইল ছোঁড়ে ইরান। যে মিসাইল উত্তর ইজরায়েলে আছড়ে পড়ে। ফলে দু দেশের মাঝে উত্তাপ ক্রমশ বাড়ছে। ইরান এবং ইজরায়েলের মাঝে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে যুদ্ধের প্রভাব পশ্চিম এশিয়ায় (West Asia) আরও বাড়বে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে আমেরিকা (US) কী পদক্ষেপ করে, সেদিকেও তাকিয়ে প্রায় গোটা বিশ্ব। তবে ইজরায়েল যুদ্ধ না থামালে, ইরান যে থামবে না, তা পরিষ্কার করে বুঝিয়ে দেন খামেইনি।