Donald Trump, Ayatollah Ali Khamenei (Photo Credit: X)

দিল্লি, ২৬ জুন: ইরানের (Iran) প্রধান ধর্মীয় গুরু আয়াতোল্লা আলি খোমেইনি (Ayatollah Ali Khamenei) কোথায়, তা নিয়ে গত এক সপ্তাহ ধরে জোর জল্পনা শুরু হয়েছে। খোমেইনি কোথায় রয়েছেন, তা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় প্রথম প্রকাশ্যে এল ইরানের প্রধান ধর্মীয় গুরুর মন্তব্য। বৃহস্পতিবার অন্তরালে থেকেই খোমেইনি বলেন, ইজরায়েলের সঙ্গে যুদ্ধে (Israel-Iran War) 'জয়ী' হয়েছে ইরান। তাঁদের এই জয় আমেরিকার গালে সপাটে চড় বলেও মন্তব্য করেন খোমেইনি।

ইরানের প্রধান ধর্মীয় গুরু আরও বলেন, তাঁদের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আমেরিকা লাভবান হয়নি। তাঁদের ৩ পরমাণু কেন্দ্রের তেমন কোনও ক্ষয়ক্ষতিই হয়নি বলে দাবি করেন খোমেইনি। তবে মার্কিন সেনাকে নিশানা করে ইরান যেভাবে হামলা চালিয়েছে (দোহার প্রসঙ্গ উল্লেখ করেন), তা অভূতপূর্ব বলেও খোমেইনিকে মন্তব্য করতে শোনা যায়।

আরও পড়ুন: Where Is Iran's Khamenei? ইজরায়েলের একটানা হামলায় খোমেইনি কি মৃত? প্রধান ধর্মগুরুকে নিয়ে নিশ্চুপ ইরান, মুখে রা কাটছে না তেহরান

খোমেইনি আরও বলেন, আমেরিকা হঠাৎ করেই তাঁদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। 'জিওনিস্টদের' রক্ষাকর্তা হিসেবে মাঠে নামে আমেরিকা। যদি মার্কিন বাহিনী তাঁদের উপর হামলা না চালাত, তাহলে ইজরায়েল (Israel) শেষ হয়ে যেত বলে দাবি করেন খোমেইনি। পাশাপাশি তিনি আরও বলেন, ইজরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকা যে তাঁদের উপর হামলা চালায়, তাতে ওয়াশিংটনের কোনও লাভ হয়নি বলেও নিজের কথায় জোর দাবি করেন ইরানের এই ধর্মীয় গুরু।

অন্তরালে থেকেই এবার একের পর এক ট্যুইট করতে দেখা যায় আয়াতোল্লা আলি খোমেইনিকে।

এদিকে আগামী সপ্তাহে আমেরিকা (US) বৈঠকে বসতে পারে ইরানের সঙ্গে। বুধবার নেদারল্যান্ডে ন্যাটোর সম্মেলনে হাজির হয়ে এমনই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।