রবিবার ফের উত্তপ্ত হয়ে উঠল ইজরায়েল এবং লেবাননের পরিস্থিতি (Israel-Hezbollah War)। সকাল থেকে আকাশপথে একের পর এক ক্ষেপণাস্ত্র চালায় দুই দেশ। লেবাননের (Lebanon) রাজধানী সংলগ্ন এলাকা দক্ষিণ প্রান্তে হিজবুল্লার (Hezbollah) বিমানঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু রকেট ছুঁড়তে থাকে ইজরায়েল সেনা (Israel Force)। ভয়াবহ হামলায় লেবাননে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইজরায়েলের দাবি, মৃতদের মধ্যে ১৬ জন হিজবুল্লার সদস্য। এদিকে ইজরায়েলের উপরেও পালটা ক্ষেপণাস্ত্র হমালা চালানোর কথা জানায় হিজবুল্লা।
শনিবার থেকেই দুই দেশের মধ্যে জোরদার হয়েছে হামলা। রবিবার একেবারে রণং দেহী মেজাজ ধারণ করে ইজরায়েল সেনা বাহিনী এবং হিজবুল্লা। আকাশপথে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লার ২৯০টি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি ইজরায়েলের। যদিও ইজরায়েলের দাবি উড়িয়ে হিজবুল্লার পালটা দাবি, ইজরায়েলের সেনাঘাঁটিতে রকেট হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শয়ে শয়ে রকেট হামলায় জ্বলছে দক্ষিণ ইজরায়েল এবং লেবাননের বেইরুট। লেবাননের বেইরুটে হিজবুল্লার বিমানঘাঁটি লক্ষ্য করে ৪০০র বেশি ক্ষেপণাস্ত্র ছাড়ে নেতানিয়াহুর দেশ। পালটা দক্ষিণ ইজরায়েলের সেনাঘাঁটিকে নিশানা করে শ'খানের রকেট ছোঁড়ে জঙ্গি গোষ্ঠী। শনিবার নতুন করে দুপক্ষের সংঘর্ষে মাঝে মার্কিন দূতাবাস তরফে আমেরিকানদের লেবানন ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। জানা যাচ্ছে, সংঘর্ষের মাঝে পড়ে ইজরায়েল এবং লেবানন সীমান্ত এলাকা থেকে প্রায় ১০ লক্ষ মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে।
গত বছর ৭ অক্টোবর প্যালেস্টাইন এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ বাঁধে। প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস (Hamas) হামলা চালায় ইজরায়ের উপর। এরপরেই সরাসরি যুদ্ধ ঘোষণা করে জবাবি হামলা শুরু করে আইডিএফ (IDF)। হামাস বাহিনীর সঙ্গে সঙ্গে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লাও হামলা চালায় ইজরায়েলের উপর। দুই দেশের দুই জঙ্গি বাহিনীর সঙ্গে ইজরায়েলের সংঘাত আজও অব্যাহত। হিজবুল্লার তরফে এও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইজরায়েল যত দিন না প্যালেস্টাইনের উপর হামলা বন্ধ করবে ততদিন তারাও নেতানিয়াহুর দেশে হামলা জারি রাখবে। হামলা, পালটা হামলার খেলায় বলি হচ্ছে লক্ষ লক্ষ নিরীহ প্রাণ।