Israel-Hezbollah War (Photo Credit: X)

দিল্লি, ৩০ সেপ্টেম্বর: হেজবুল্লা (Hezbollah) প্রধান হাসান নাসরুল্লা (Hassan Nasrallah) নিহত হতেই এবার সামনে এল জঙ্গি গোষ্ঠীর সহকারী প্রধান। হেজবুল্লার সহকারী প্রধান নায়িম কাসিম জানায়, ইজরায়েল যদি আরও হামলা চালাতে চায়, তাহলে লেবাননকে নিরাপদ রাখতে মাঠে নামবে হেজবুল্লা। নাসরুল্লার জায়গায় কে বসবে, তার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নায়িম কাসিমের হাতেই থাকছে দায়িত্ব। ফলে হেজবুল্লার যাবতীয় সিদ্ধান্ত নায়িম কাসিমই নেবে। লেবাননে ইজরায়েলের হামলা রুখতে এবার নতুন করে সুর চড়াল উপপ্রধান নায়িম কাসিম।

আরও পড়ুন:  Israel-Hezbollah War: গোপণ সুড়ঙ্গে ৬০ ফুট নীচে ছিল নাসরুল্লা, ইরানি গুপ্তচরের খবরে হেজবুল্লা প্রধানকে খতম করে ইজরায়েল

শনিবার লেবাননে (Lebanon) হামলা চালায় ইজরায়েল (Israel)। জানা যায়, ইরানি গুপ্তচরের খবরের ভিত্তিতে বেরুইটের দাহিয়েতে হামলা চালায় আইডিএফ। ফলে সুড়ঙ্গে ৬০ ফুট নীচে থাকা সত্ত্বেও হাসান নাসরুল্লা নিহত হয়।  যে খবরের জেরে ফের নতুন করে জল্পনা শুরু হয় গোটা আন্তর্জাতিক বিশ্ব জুড়ে।