Israel Attacks Lebanon (Photo Credit: X)

দিল্লি, ৯ অক্টোবর: আট বছরের ছোট্ট সুরাইয়া লেবাননে নিজের ঘরবাড়ি ছেড়ে চলল সিরিয়া। ইজরায়েলের (Israel) সঙ্গে হেজবুল্লার যুদ্ধের জেরে লেবাননে (Lebanon) ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সুরাইয়া এবং তার পরিবারও সামান্য কিছু জিনিসপত্র নিয়ে সিরিয়ার দিকে রওনা দিল। সিরিয়া (Syria) থেকে যদি কোনওভাবে তারা ইরাকে পৌঁছতে পারে, তাহলে সেখানকার শরণার্থী শিবিরে আশ্রয় পাবে। এই আশাতেই সুরাইয়া এবং তার পরিবারর আপাতত সিরিয়ামুখী। লেবানন ছাড়ার আগে চোখে জল, গলা কান্নায় বুজে আসে সুরাইয়ার। তবে লেবানন যেভাবে বিপদজ্জনক হয়ে উঠতে শুরু করেছে, তার চেয়ে সিরিয়া কিংবা ইরাক এই মুহূর্তে অনেক বেশি নিরাপদ বলে মনে করছে সুরাইয়ার পরিবার।

আরও পড়ুন: Video: বন্ধ হোক গাজায় হামলা, ব্রিটেনে প্যালেস্তাইনপন্থীদের প্রবল বিক্ষোভ দেখুন

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ছোট্ট

ইজরায়েলের সঙ্গে হেজবুল্লার যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ লেবাননের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। ফলে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ভূমধ্যসাগরের তীরে শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। দক্ষিণ লেবানন হেজবুল্লার (Hezbollah) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই কারণে ইডরায়েলের সেনা বাহিনী পরপর হামলা চালাতে শুরু করেছে লেবাননের দক্ষিণ বেরুইটে। তবে গত ৪ অক্টোবর যখন লেবানন-সিরিয়ার রাস্তায় ইজরায়েলের বোমা পড়তে শুরু করে, সেই সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় যেতে গিয়েও প্রাণভয়ে কাঁপতে শুরু করে।