Israel Prime Minister Benjamin Netanyahu (Photo Credits: ANI)

হামাসকে ধ্বংস করবেন। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর প্রতিটি সদস্য এক একজন 'মৃত মানুষ'। হামাসের বিরুদ্ধে এবার এভাবেই সুর চড়ালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভায় জরুরি বৈঠকের ডাক দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেখানেই এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস অত্যন্ত হিংস্র। এই হিংস্রতাকে কোনওভাবে প্রশ্রয় দেওয়া হবে না। হামাসকে ধ্বংস করার ডাক দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। পৃথিবীকে থেকে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে তীব্র ক্ষোভ উগরে দেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত।

আরও পড়ুন: Israel-Hamas war: 'শিশুদের শিরচ্ছেদ করছে জঙ্গিরা, ছবি দেখে আঁতকে উঠেছি', হামাসের নৃশংসতায় ক্ষুব্ধ বাইডেন

গত শনিবার ইজরায়েলের আকস্মিক হামলা চালায় হামাস জঙ্গি গোষ্ঠী। হামাসের হামলায় একের পর এক প্রাণ ঝরতে শুরু করে। হামাসের নৃশংস হামলার পর পালটা হানাদারি চালায় ইজরায়েল। গাজায় ইজরায়েলের বায়ুসেনা একের পর এক বোমাবর্ষণ করে। ফলে গাজা কার্যত 'মৃত্যুপুরীতে' পরিণত হতে শুরু করেছে।