Israel-Hamas War (Photo Credit: File Photo)

গত ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলা চালায় হামাস (Hamas)। প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠনের যে নেতার নেতৃত্বে ওই হানলা চলে, তার নাম প্রকাশ করল আমেরিকা। বাইডেন প্রশাসনের দাবি, মারওয়ান ইশা নামে হামাসের এক নেতার নেতৃত্বে চলে ৭ অক্টোবর ইজরায়েলে হামলা। শুধু তাই নয়, মারওয়ান ইশা নামে হামাসের ওই নেতাকে খতম করেছে ইজরায়েল। এমনও দাবি করা হয় মার্কিন প্রশাসনের তরফে। গত সপ্তাহে গাজার বিভিন্ন জায়গায় জোর তল্লাশি শুরু করে ইজরায়েল। একাধিক হামলাও চালানো হয় হামাস জঙ্গিদের খোঁজে। গত সপ্তাহে আইডিএফের হামলার জেরেই মারওয়ান ইশা নিহত হয় বলে জানানো হয় আমেরিকার তরফে।

যদিও ইজরায়েলের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। হামাসও মুখে কুলুপ এঁটে রয়েছে। গত ৭ অক্টোবর ইশার নেতৃত্বেই ইজরায়েলে ভয়াবহ হামলা চলে। ইশার অঙুলিহেলনেই ১৪০০ মানুষকে হামাস নির্বিচারে হত্যা করে বলে খবর।

আরও পড়ুন: Israel-Hamas War: ইজরায়েলি মহিলাদের উপর হামাসের যৌন অত্যাচার নিয়ে চুপ কেন আন্তর্জাতিক মহল, প্রশ্ন নেতনিয়াহুর

এবার সেই হামাসের প্রথম সারির নেতা নিহত বলে দাবি আমেরিকার (US)।