রাষ্ট্রসংঘ (UN) কিংবা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, কারও চোখেই পড়ছে ইজরায়েলি মহিলাদের উপর হামাস জঙ্গিরা কীভাবে যৌন নির্যাতন চালিয়েছে, তা দেখার। ইজরায়েলি মহিলাদের উপর হামাসের নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক মহল পুরো চুপ। কেন এই দ্বিচারিতা বলে প্রশ্ন তুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu )। গত ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামলা চালায় হামাস (Hamas)। ৭ অক্টোবর হামলার সময় ইজরায়েলি মহিলাদের উপর হামাস যেভাবে নির্যাতন চালিয়েছে, সে বিষয়ে কেন আন্তর্জাতিক মহল চুপ করে রয়েছে, সে বিষয়ে প্রশ্ন তোলেন নেতানিয়াহু। এসবের পাশাপাশি ৭ অক্টোবর হামাস যাঁদের অপহরণ করে, তাঁদের মধ্যে বহু মহিলা রয়েছেন। পণবন্দি থাককালীন ওই ইজরায়েলি মহিলাদের উপরও যৌন অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ইজরায়েলি (Israel) প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Israel-Hamas War: ইজরায়েল-হামাস যুদ্ধে বাড়ছে ঘৃণা, আমরিকায় ৬ বছরের শিশুকে খুন বৃদ্ধ বাড়িওয়ালার
শুধু তাই নয়, হামাস যে অপহৃতদর ছাড়ছে যুদ্ধ বিরতির মাঝে, মুক্ত হয়ে তাঁরা যেভাবে হাসি মুখে হামাসের সঙ্গে হাত মেলাচ্ছেন, তার জন্য প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী তাঁদের উপর ক্রমাগত চাপ দিয়ে করাচ্ছে বলেও দাবি করা হয় ইজরায়েলের তরফে।