ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই এবার মার্কিন সফরে যাচ্ছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ।সোমবার আমেরিকাতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে কথা বলতে যাবেন তিনি।
ইজরায়েল হামাসের এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের পর্যায়ে যাতে না পৌছয় সেই উদ্দেশ্যেই এই সফর বলে মনে করা হচ্ছে। শনিবার সৌদিদের তরফে জানানো হয়েছিল যে ইজরায়েলের পক্ষ থেকে গাজায় স্থল অভিযান চালানো হলে তাতে প্যালেস্তানীয়দের প্রাণহানির আশঙ্কা রয়েছে ।
মনে করা হচ্ছে সৌদির প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাৎ করতে পারেন হোয়াইট হাউজের ন্যাশন্যাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সালিভান, সেক্রেটারি অফ ডিভেন্স লয়েড অস্টিন এবং সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে।
এই যুদ্ধের ঠিক এক সপ্তাহ আগেই ইজরায়েলের সঙ্গে কৃটনৈতিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আমেরিকার মধ্যস্থতায় চুক্তি হওয়ার কথা ছিল সৌদির।
এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে জানানো হয়েছে গাজায় স্থালবাহিনীর মধ্যে দিয়ে যুদ্ধে দ্বিতীয় পর্যায়ে চলে এসেছে ইজরায়েল।শুক্রবার রাত থেকেই গাজাতে ঢুকে পড়ে ইজরায়েলের স্থল বাহিনী।
Saudi Defence Minister to visit White House for talks with US officials on Israel-Hamas war
Read @ANI Story | https://t.co/DkpvQjOTmQ#SaudiArabia #IsraelHamasWar #WhiteHouse #US pic.twitter.com/YAZZIcvZW0
— ANI Digital (@ani_digital) October 29, 2023