গাজার (Gaza) দক্ষিণের শহর রাফা থেকে উদ্ধার কাজ শুরু করল ইজরায়েল (Israel)। রাফায় নতুন করে অপারেশন শুরুর আগে সেখানে বসবাসকারী মানুষকে যাতে সরানো যায়, সেই চেষ্টা শুরু করেছে আইডিএফ। সোমবার ইজরায়েলি সেনার তরফে দাবি করা হয়ছে, তারা রাফা থেকে প্রায় ১ লক্ষ মানুষকে সরিয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, রাফার (Rafah) বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ঘরে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। হামাস জঙ্গিদের নিধন করতেই ফের হামলা চালাবে আইডিএফ। তার আগে যাতে সাধারণ মানুষকে অন্যত্র সরানো যয়া, সেই চেষ্টা শুরু করা হয়েছে। পূর্ব রাফা থেকে খান ইউনিস শহরের উত্তর দিকে যাতে সাধারণ মানুষরা সরে যান, বার বার সেই আবেদন জানানো হয় ইজরায়েলি সেনার তরফে।
আরও পড়ুন: Gaza : গাজার আল শিফা হাসপাতালে সদ্যজাতর মৃত্যু সংখ্যা বেড়ে দাড়াল ৫
ইজরায়েলের অন্যতম প্রধা সংবাদমাধ্যমের দাবি, এবার রাফায় প্রবেশ করবে সে দেশের সেনা বাহিনী। বিমান বাহিনীর মাধ্যমে নয়, এবার গ্রাউন্ড অপারেশন চালিয়ে রাফা থেকে হামাস জঙ্গিদের উৎখাত করা হবে বলে জানায় বেঞ্জামিন নেতানিয়াহু সরকার।