Israel-Hamas War (Photo Credit: File photo)

হামাসের দখল করা দক্ষিণ ইজরায়েলের অংশ ফের পুনর্দখল শুরু করেছে ইজরায়েলের সেনা বাহিনী। ইজরায়েলের সেনা বাহিনী যখন হামাসকে ধ্বংস করতে গাজায় একের পর এক হামলা চালাচ্ছে, সেই সময় প্রকাশ্যে এল বড় খবর। হামাসের সেনা প্রধান মহম্মদ দেইফের বাবার গাজায় যে বাড়ি রয়েছে, সেখানে বোমাবর্ষণ করে ইজরায়েল। ফলে হামাসের সেনা প্রধানের বাবা, দাদার মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে মহম্মদ দেইফের পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের পাশাপাশি শিশুদেরও মৃত্যু হয়েছে বলে খবর। তবে মহম্মদ দেইফের কোনও খবর নেই। ইজরায়েলের সেনা বাহিনী যাকে তন্ন তন্ন করে খুঁজছে, হামাসের সেই সেনা প্রধান মহম্মদ দেইফের কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি বলে জানা যাচ্ছে।

২০০২ সাল থেকে হামাসের দায়িত্ব নেয় মহম্মদ দেইফ। মোসাদ বহুবার মহম্মদ দেইফকে ধরার চেষ্টা করলেও, হুইল চেয়ারে বসা হামাসের সেনা প্রধানকে এখনও ধরা যায়নি। মহম্মদ দেইফ সম্পর্কে তেমনভাবে কিছু জানা যায় না। তবে ১৯৬৫ সালে গাজায় জন্ম হয় মহম্মদ দেইফের। ১৯৮০ সালে হামাসে যোগ দেয় মহম্মদ দেইফ।