Israel Palestine Conflict (Photo Credits: ANI)

ইজরায়েলের সঙ্গে হামাসের য়ুদ্ধের উত্তাপ ক্রমশ বাড়ছে। গত শনিবার হামাসের আকষ্মিক হামলার পর ইজরায়েলও কড়া প্রতিরোধ গড়ে তোলে। হামাস জঙ্গিদের বেছে বেছে যেমন নিকেষ করা হচ্ছে, তেমনি গাজায়ও চলছে হামলা। ইজরায়েলে হামালর হামলার জেরে এখনও পর্যন্ত ২২ জন মার্কিন  নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। যা নিয়ে চিন্তিত আমেরিকা। ইজরায়েলের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রতিনিধি অ্যান্টনি ব্লিকেন। বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি ইজরায়েলের একাধিক মন্ত্রী এবং আধিকারিকের সঙ্গে মার্কিন প্রতিনিধি বৈঠক করবেন বলে খবর।

আরও পড়ুন: Israel-Hamas War: 'পৃথিবী থেকে মুছে দেব হামাসকে', জঙ্গিদের বিরুদ্ধে কড়া হুমকি ইজরায়েলের প্রধানমন্ত্রীর

এদিকে ইজরায়েলকে সাহায্য করতে ইতিমধ্যেই মার্কিন বিমান সে দেশে পৌঁছেছে। অস্ত্র সমেত মার্কিন বিমান বুধবার ইজরায়েলের মাটি ছুঁয়ে ফেলে। ফলে হামাস জঙ্গিদের নিধন করতে আমেরিকা যে পুরোপুরি ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে, তা স্পষ্ট।