ইজরায়েল হামাসের যুদ্ধ ১৫ দিনে পড়ল। আর এই ১৫ দিনের মধ্যে এই প্রথম ২০ টি ট্রাক সাহায্য নিয়ে রাফা ক্রসিং থেকে গাজার দিকে রওনা দিল। ডাব্লিউ এইচও প্রধান টেড্রোস অ্যাডহেনম ঘেব্রেইসাস আরও বেশি সাহায্যের কথা জানিয়েছেন গাজার এই বিপর্যয়ে।
শনিবার সকালে ইজিপ্টের পক্ষ থেকে রাফা ক্রসিং খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যদিও রাফা ক্রসিংয়ের মাধ্যমে আরও সাহায্যের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তারা।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লাইয়েন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এই ব্যবস্থা নির্দোষ মানুষদের কষ্টের উপশম করবে বলে জানিয়েছেন তিনি।
বিষয়টিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।যে ট্রাকগুলিকে গাজায় পাঠানো হয়েছে তাতে রয়েছে ফল, পানীয় জল, বেশ কিছু ওযুধ। তবে জ্বালানী নিয়ে যাওয়াতে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
ইজিপ্টের প্রেসিডেন্ট আবেদেল ফাত্তাহ এল সিসির তত্বাবধানে ৩৪ দেশের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা করা হয়। সেই আলোচনার ভিত্তিতেই গাজাতে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর পাশাপাশি যাতে ইজরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে তা যাতে বন্ধ করা হয় সেই প্রচেষ্টাও করা হয়েছে আলোচনা সভায়।
এখনও পর্যন্ত এই যুদ্ধে ৪৩৮৫ জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন। এছড়া হামাসের হামলাতেও প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।
Israel-Hamas war: 20 aid trucks enter Gaza from Egypt as Rafah crossing opens; WHO says "needs are far higher"
Read @ANI Story | https://t.co/aXuWW0xykZ#IsraelHamasConflict #RafahBorderCrossing #Gaza #Egypt pic.twitter.com/d23RIgVQ4o
— ANI Digital (@ani_digital) October 21, 2023