ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই নিজেদের সুবিধার্থে এবার গাজা উপতক্যাকে দুভাগে বিভক্ত করল ইজরায়েল। প্রতিরক্ষামন্ত্রকের মুখপত্র ড্যানিয়েল হ্যাগেরি জানিয়েছেন যে হামাসকে পুরোপুরি ঘিরে ফেলেছে ইজরায়েল।
স্থল এবং আকাশপথে হামাসের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত ইজরায়েল বলে জানিয়েছেন আইডিএফ। এর আগে বেঞ্জামিন নেতানিয়াহুর (netaniyahu) তরফে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে যুদ্ধ বিরতিতে সায় দেবে না ইজরায়েল।
যতক্ষন পর্যন্ত পণবন্দীদের না ছাড়া হবে ততক্ষন এই হামলা চলবে বলে জানিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী। ৭ অক্টোবর হামাসের হামলায় ১৪০০ ইজরাইলের নাগরিকের মৃত্যু হয়। যার পাল্টা হিসেবে আক্রমনে নেমে এখনও পর্যন্ত ৯ হাজার প্যালেস্তানীয়ের মৃত্যু হয়েছে। এরই পাশপাশি হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ (IDF)।
বিশ্বের বহু রাষ্ট্র মারফৎ যুদ্ধ বন্ধের আবেদন জানানো হয়েছে যাতে নিরীহ মানুষের মৃত্যুর সংখ্যা কমানো যায়। তবে তাতে কর্ণপাত করেনি ইজরায়েল। ইতিমধ্যেই বহু দেশ তাদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ইজরায়েল থেকে।
এমনকি আমেরিকার পক্ষ থেকেও গাজায় সাময়িক যুদ্ধ বিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমেরিকার কথাতেও কোন রফাসূত্র বের হয়নি।যার ফল স্বরুপ গাজাতে এখনও পর্য্নত হামলা চালিয়েই যাচ্ছে ইজরায়েলি বাহিনী।
"Gaza Strip cut into two", says Israeli military amid "significant strikes"
Read @ANI Story | https://t.co/XCzxi6svhT#Israel #Hamas #GazaStrip pic.twitter.com/owsd2cUydQ
— ANI Digital (@ani_digital) November 6, 2023