গাজার মধ্যে স্থল অভিযান শুরু করলে প্রতিরোধকারী সদস্যরা ইজরায়েলকে সেনাদের জন্য কবরস্থান বানিয়ে দেবে। হামাস ইজরায়েল ইস্যুতে গাজার মধ্যে স্থল অভিযান নিয়ে কড়া সুর চড়ালেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহায়িয়ান।
এর পাশাপাশি আমেরিকাকে কড়া বার্তা দিয়ে তিনি জানিয়েছেন যে আমেরিকা এখানে রাষ্ট্রটিকে বাঁচানোর জন্য এবং ইজরায়েলের পাপেট হিসেবে এসেছে। যদি যুদ্ধের সম্ভবনা বাড়ে আমেরিকারও এই যুদ্ধে বিপুল ক্ষতির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই স্থল অভিযানের উদ্দেশ্যে গাজার দিকে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। প্রায় ১.১ মিলিয়ন প্যালেস্তানীয়কে উত্তর থেকে গাজার দক্ষিণে দিকে যাওয়ার জন্য করিডরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত ২৩২৯ প্যালেস্তাইন নাগরিক, ৭২৪ জন শিশু প্রাণ হারিয়েছেন ইজরায়েলি হামলার জেরে।হামাসের অতর্কিত আক্রমনের জেরে প্রাণ হারিয়েছেন ১৩০০ ইজরায়েলি নাগরিক।যার মধ্যে রয়েছে ২৮৬ জন সেনা।
ইজরায়েলি সেনার পক্ষ থেকে লেবাননের দিকেও বেশ কিছু এলাকায় আঘাত হানা হয়েছে। হেজবোল্লার আক্রমনের জেরে ইজরায়েলে এক ব্যক্তির মৃত্যুর জেরে লেবাননের দিকে নিশানা তাক করে রেখেছে ইজরায়েলের সেনা।
#Iran Foreign Minister warns Israel of retaliation if #Gaza aggression doesn’t stop
Read: https://t.co/seNA1eIXAX pic.twitter.com/3buyy8KaiV
— IANS (@ians_india) October 15, 2023