Israel Attacks Gaza During Eid (Photo Credit: X)

দিল্লি, ৭ এপ্রিল: গাজায় (Gaza) শুরু হয়েছে ধ্বংস যজ্ঞ। গাজায় যেভাবে হামলা শুরু করেছে ইজরায়েল (Israel), তার জেরে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে ইজরায়েলের হামলার জেরে প্যালেস্তাইনের (Palestine) এই ভূখণ্ড কার্যত ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। গাজা নিয়ে জোর তরজা যখন শুরু হয়েছে, সেই সময় রাগ, দুঃখ, ক্ষোভে চাকরি ছাড়লেন এক ভারতীয় বংশোদ্ভুদ তথ্য প্রযুক্তি কর্মী (Microsoft)। মাইক্রোসফট থেকে চাকরি ছাড়েন ওই ব্যক্তি।

মাইক্রোসফটের একটি অনুষ্ঠানে হাজির হয়ে সংশ্লিষ্ট কোম্পানির পদস্থ আধিকারিকদের প্রতি চিৎকার করেন ওই কর্মী। গাজার ঘটনার প্রতিবাদ করে, আপনারা প্রত্যেকে 'ভণ্ড' বলে চিৎকার জোড়েন তিনি। এরপর কোম্পানির অনুষ্ঠান ঘর থেকে জোর করে ওই ব্যক্তিকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুন: Gaza Is Dying Video: 'মৃত্যুপুরী গাজা', খান ইউনিসের তাবুতে বোমা বৃষ্টি, ইজরায়েলের 'নারকীয়' হামলায় ঝলসে মৃত্যু, দেখুন নির্মম ভিডিয়ো

ভারতীয় বংশোদ্ভুদ ওই তথ্য প্রযুক্তি কর্মী বলেন, মাইক্রোসফটের টেকনলোজির জন্য গাজায় ৫০ হাজার প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। মাইক্রোসফটের লজ্জা পাওয়া উচিত। আপনারা ইজরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন বলে চিৎকার করে ওঠেন ওই ব্যক্তি।

এদিকে গাজার পরিস্থতি নিয়ে আলোচনা করতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন। ফ্রান্সের আকাশ পথ ব্যবহার করে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিমান আমেরিকার পথে পাড়ি জমিয়েছে। আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গাজায় 'গণহত্যা' শুরু করেছে ইজরায়েল। যার দায় বেঞ্জামিন নেতানিয়াহুর উপর বর্তায়। এমন অভিযোগের জেরে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের তরফে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। তারপরও কীভাবে নেতানিয়াহুর বিমানকে ফ্রান্সের আকাশ পথ ব্যবহার করতে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিশ্বের বহু দেশ।