Hamas Freed Israeli Soldier (Photo Credit:X/Screengrab)

দিল্লি, ২৫ জানুয়ারি: এবার ৪ ইজরায়েলি (Israel) মহিলা সেনা কর্মীকে মুক্ত করল হামাস (Hamas)। ইজরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে, তার জেরেই এবার পরপর ৪ মহিলা সেনা কর্মীকে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর তরফে মুক্ত করা হয়। যে ৪ জনকে হামাস মুক্ত করেছে,তাঁরা হলেন বছর ২০-র কারিনা আরিয়েভ। ২০ বছরর ড্যানিয়েল্লা গিলবোয়া। কুড়ির নাম্মা লেভি এবং ১৯ বছরের লিরি আলবাগ। এই ৪ মহিলা সেনা কর্মীকে মুক্ত করার পর গাজায় যে রেড ক্রসের দল রয়েছে,তাদের হাতে তুলে দেয় হামাস। রেড ক্রসের সদস্যরাই এরপর ৪ মহিলাকে নিয়ে ইজরায়েলি সেনা বাহিনীর হাতে তুলে দেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। ইজরায়েলে হামলা চালিয়ে হত্যালীলা শুরু করে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী। সেই সঙ্গে ২৫০-র বেশি ইজরায়েলিকে পণবন্দি করে গাজায় (Gaza) নিয়ে যায় জঙ্গিরা। যা নিয়ে বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়। সেই সঙ্গে চলে গাজায় ইজরায়েলের হামলা।

আরও পড়ুন: Israel-Gaza War: ট্রাম্পের হুমকিতেই কাজ, ইজরায়েলের ৪ মহিলা সেনা কর্মীকে মুক্ত করছে হামাস

ইজরায়েলের ৪ মহিলা সেনা কর্মীকে মুক্ত করল হামাস...

 

এববার ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় ফেরার আগেই স্পষ্ট জানিয়ে দেন, ইজরায়েলি পণবন্দিদের এবার মুক্ত করতে হবে। ইজরায়েলি পণবন্দিদের মুক্ত না করলে, তার ফল ভুগতে হবে বলে জানানো হয় ট্রাম্পের তরফে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই বেশ কয়েকজন ইজরায়েলি পণবন্দিকে যেমন হামাস মুক্ত করে, তেমনি গত সপ্তাহে জানিয়ে দেয়, শনিবার তারা আরও কয়েকজনকে ছাড়বে।

সেই অনুযায়ী, ৪ পণবন্দিকে এবার মুক্ত করে হামাস জঙ্গিরা।