দিল্লি, ২৫ জানুয়ারি: ইজরায়েলের (Israel) যেজন মহিলে সেনা কর্মী হামাসের হাতে বন্দি, তাঁদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে ছাড়াল সিদ্ধান্ত নিল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী। অর্থাৎ হামাসের হাতে বন্দি ইজরায়েলি মহিলা সেনা কর্মীদের কয়েকজনকে এবার মুক্ত করা হবে বলে খবর। যাঁদের মধ্যে রয়েছেন বছর ২০-র কারিনা আরিয়েভ। ২০ বছরর ড্যানিয়েল্লা গিলবোয়া। কুড়ির নাম্মা লেভি এবং ১৯ বছরের লিরি আলবাগ। ইজরায়েলের এই তিন মহিলা জওয়ানকে হামাস (Hamas) এবং মুক্ত করবে বলে জানিয়েছে।
প্রসঙ্গত ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় ফেরার আগেই স্পষ্ট জানিয়ে দেন, ইজরায়েলি পণবন্দিদের এবার মুক্ত করতে হবে। ইজরায়েলি পণবন্দিদের মুক্ত না করলে, তার ফল ভুগতে হবে বলে জানানো হয় ট্রাম্পের তরফে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই বেশ কয়েকজন ইজরায়েলি পণবন্দিকে যেমন হামাস মুক্ত করে, তেমনি গত সপ্তাহে জানিয়ে দেয়, শনিবার তারা আরও কয়েকজনকে ছাড়বে।
পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ীই এবার হামাসের তরফে ইজরায়েলের মহিলা জওয়ানদের নিজেদর কবজা থেকে হামাস মুক্ত করছে।