আইএস জঙ্গি নেতা বাগদাদী (Photo Credit-ANI)

৭মে,২০১৯: তিনি কি বেঁচে আছেন?‌ এই নিয়ে ধোঁয়াশার অন্ত ছিল না। একসা সময় তো প্রায় নিশ্চিত করেই বলা হয়েছিল আইএস প্রধান আবু বক্কর আল বাগদাদির (abu bakr al-baghdadi) মৃত্যু হয়েছে। ২০১৪ সালে শেষ বার তার ভিডিও প্রকাশিত হয়েছিল। সেটা ছিল ইরাকের(Iraq) মসুলে(Mosul)। তার পরে আর দুর্ধর্ষ এই জঙ্গি নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। পাঁচ বছরের দীর্ঘ অন্তর্ধান রহস্যের পর আচমকা বাগদাদির ভিডিও প্রকাশ করে এক কথায় শক্তি প্রদর্শন করল আইএস।

শ্রীলঙ্কার (Shrilanka)কালমুনাইয়ে জঙ্গি হামলার দায় আগেই স্বীকার করেছিল আইএস। নিজেদের মুখপত্র আমাক–এ হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছিল, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিসের সঙ্গে লড়াইয়ের পর তাদের তিন আত্মঘাতী জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। সেই হামলার দায় স্বীকার করে আবু বাকর আল বাগদাদি’‌র নতুন ভিডিও প্রকাশ্যে করেছে। নিজেদের ক্ষমতা প্রদর্শন করতেই ইন্টারনেটে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে তারা।

ভিডিওতে বাগদাদি বলেছে, ‘‌ঈশ্বর আমাদের লড়াইয়ের নির্দেশ দিয়েছিলেন, জেতার নয়।’‌ আর শ্রীলঙ্কার হামলা নিয়ে বাগদাদি বলল, ‘তাদের ভাইদের মৃত্যুর বদলা নিতেই হামলা করা হয়েছে।’‌

ভিডিওতে বাগদাদি’‌র সঙ্গে আরও তিনজনকে দেখা গেলেও তাদের চেহারা স্পষ্ট নয়।

এটি বাগদাদিরই ভিডিও তা নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থা এসআইটিই(IsIs)। এই সংস্থাই আইএসের গতিবিধির ওপর নজর রাখে।