নয়াদিল্লিঃ বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল হায়দরাবাদ (Hyderabad)। নিজমের শহরে বড়সড় হামলার ছক।পুলিশের জালে দুই সন্ত্রাসবাদী (Terrorist)। উদ্ধার বেশকিছু বিস্ফোরক। জানা গিয়েছে, সোমবার সকালে তেলঙ্গানা (Telangana) ও অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh)পুলিশের যৌথ অভিযানে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সিরাজউর রহমান (২৯) ও সঈদ সমীর (২৮)। সমীর হায়দরাবাদের ছেলে আর সিরাজ ভিজিনগরামের বাসিন্দা। সমীর একটি লিফট অপারেটিং সংস্থায় কর্মরত আর সিরাজ ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরির চেষ্টা করছিল।
বড়সড় হামলার ছক ভেসতে দিল পুলিশ
আইএসআইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল এই দু'জনের। আইএসআইএস-এর নির্দেশে নিজামের শহরে বড়সড় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান। গোপন সূত্রে সে খবর পেতেই অভিযানে নামে তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশ পুলিশের যৌথ বাহিনী।এরপর তাদের জেরা করতে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশি জেরায় জানা গিয়েছে, সৌদি আরবের আইসিস মডিউল হামলার যাবতীয় নির্দেশ দিচ্ছিল। কীভাবে কখন কোথায় বিস্ফোরণ করতে হবে সব দিকে নজর রাখছিল আইসিস জঙ্গিরা। আসল বিস্ফোরণের আগে ডামি বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। ডামিতেঁ পাশ করলে আরও বড় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের।
হায়দরাবাদে বড়সড় হামলার ছক, আটক ২ সন্ত্রাসবাদী
4 Andhra Children Die Of Suffocation After Being Trapped In Locked Carhttps://t.co/ysdrvnosPj pic.twitter.com/NoVNspLEci
— NDTV (@ndtv) May 19, 2025