বাগদাদ, ২৭ জুলাই: হু হু করে বাড়ছে সংক্রমণ আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিল ইরাকের (Iraq) স্বাস্থ্য মন্ত্রক। সংবাদ সংস্থা জিনহুয়ার রিপোর্ট বলছে রবিবার ইরাকের স্বাস্থ্য মন্ত্রক ও জাতীয় নিরাপত্তা দপ্তরের উচ্চ কমিটির নেতৃত্বে রয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি। এক বিবৃতিতে তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৩০ জুলাই থেকে ৯ আগস্ট গোটা সপ্তাহটাই কার্ফিউ জারি থাকবে। এই কার্ফিউর মধ্যেই পড়ছে বকরি ঈদের ছুটিও। এই ছুটির পরেই পরবর্তী কার্ফিউ পরিস্থিতি নিয়ে কমিটি আলোচনায় বসবে। স্বাস্থ্য মন্ত্রকের তত্ত্বাবধানে চলবে এই নিয়ম মেনেই এবার খুলতে চলেছে ইরাকের বেসরকারি ক্লিনিকগুলি। গত ১৬ জুলাই কমিটি ঠিক করেছিল, আংশিক কার্ফিউ (সকাল ৯টা থেকে ৫ টাকা) রেখে সব তুলে দেওয়া হবে। আরও পড়ুন-COVID-19 Cases In India: একদিনে সংক্রামিত ৫০ হাজার ছুঁই ছুঁই, ভারতে করোনার গ্রাসে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন
শুধুমাত্র সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল সম্পূর্ণ লকডাউন থাকবে। ইরাকে হু হু করে বাড়ছে সংক্রমণ। ইরাকে মোট আক্রান্ত ১ লক্ষ ১০ হাজার ৩২ জন। এর মধ্যে নতুন সংক্রামিত ২ হাজার ৪৫৯ জন। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরই ইরাকের স্বাস্থ্য মন্ত্রকে তরফে সপ্তাহ ব্যাপী কার্ফিউর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিনে ইরাকে করোনায় মৃত ৭৮ জন। সবমিলিয়ে ইরাকে মৃত্যুমিছিলে শামিল ৪ হাজার ৩৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯০০ জন। সবমিলিয়ে সেখানে সুস্থ হয়ে উঠেছেন ৭৫ হাজার ২১৭ জন। একদিনে ইরাকে ১৭ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা হচ্ছে। যেদিন থেকে করোনা থাবা পড়ছে দেশে সেদিন থেকে এখন পর্যন্ত ইরাকে মোট ৯ লক্ষ ১২ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে।