তেহরান, ১৮ অক্টোবর: ইরানের (Iran) খেলোয়াড় এলনাজ রেকাবি সিওলে খেলার সময় মাথায় হিজাব পরতে সম্মত হননি। এলনাজ মাথা ঢাকতে রাজি না হওয়ায়, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপর খেলার মাঝেই সিওলে এলনাজের (Elnaz Rekabi ) মোবাইল ফোন এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। যা নিয়ে তোলপাড় শুরু হলে, আপাতত কোনও খোঁজ মিলছে না ইরানের এই খেলোয়াড়ের।
প্রসঙ্গত ২২ বছরের তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকে উত্তাল ইরান। মাহশার মৃত্যুর পর ইরান জুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ শুরু হয়। মেয়েরা কী পোশাক পরবেন, তা তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা। ফলে ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে প্রবল বিক্ষোভ।
BREAKING: Iranian athlete Elnaz Rekabi, who went viral after refusing to wear a headscarf while competing in Seoul, had her phone and passport confiscated. Her current status is unknown - BBC pic.twitter.com/QxiRXEQHXp
— BNO News (@BNONews) October 17, 2022
সেই বিক্ষোভে সামিল হয়ে মাথা ঢাকতে রাজি হননি এলনাজ রেকাবি। এরপর থেকেই ইরানের এই খেলোয়াড়ের আর কোনও কোঁজ মিলছে না।