Anti Hijab Protest (Photo Credit: Instagram)

তেহরান, ২৮ সেপ্টেম্বর: হিজাব (Hijab) বিরোধী বিক্ষোভে ফুটছে ইরান (Iran)। মাহশার (Mahsa Amini) মৃত্যুর পর হাদিস নাদাফি নামে আরও এক তরুণীর মৃত্যুর খবর মেলে। হাদিস নাদাফির মৃত্যুর পর এবার ভাইরাল হল ওই তরুণীর ভিডিয়ো। যেখানে হাদিস নাদাফির একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিক্ষোভের সময় হাদিস নাদাফির খোলা চুলের ভিডিয়ো দেখে তাঁকে নিশানা করা হয়। এরপরই হাদিস নাদাফিকে খুন করা হয় বলে খবর। দেখুন হাদিসের ভিডিয়ো...

 

মাহশার মৃত্যুর পর যে মুখগুলি সবচেয়ে বেশি প্রকাশ পায়, তার মধ্যে অন্যতম হাদিস নাদাফি। বছর ২২-এর হাদিস ইরানের রাস্তায় নেমে মাহশার মৃত্যুর প্রতিবাদ করেন জোর কদমে। হাদিসের প্রতিবাদের জেরে যখন ইরানের রাস্তায় আগুন জ্বলতে শুরু করে, সেই সময় ২২ বছরের তরুণীকেও মৃত্যুর মুখে পড়তে হয়। ইরানি নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় হাদিস নাদাফির।

আরও পড়ুন: Iran Hijab Proetst: হিজাব বিতর্কে মাহশার পর ফের মৃত্যু তরুণীর, উত্তেজনায় ফুটছে ইরান

হাদিসের মৃত্যুর পর তাঁর কবর দেখে কান্নায় ভেঙে পড়তে শুরু করেছেন বহু মানুষ।