Israel's Port City Haifa (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৬ জুন: জ্বলছে হাইফা (Haifa)। ইজরায়েলের (Israel) বন্দর শহর হাইফায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ইজরায়েলের বন্দর শহর হাইফায় হামলা শুরু করে ইরান। যার জেরে ইজরায়েলের ওই বন্দর শহর থেকে আগুনের লেলিহান শিখা উড়তে দেখা যায়। ইরানের একের পর এক মিসাইল হাইফায় আছড়ে পড়তে শুরু করে। ফলে ইজরায়েলের এই বর্ধিষ্ণু শহরের বহু অংশ জ্বলতে শুরু করেছে। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শুধু তাই নয়, ইজরায়েলের উপর প্রত্যাঘ্যাত যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হবে, ততক্ষণ হামলা বন্ধ হবে না বলে সাফ জানায় ইরান (Iran)। ফলে ইরান একের পর এক মিসাইল ছুঁড়তে শুরু করেছে ইজরায়েলের রাজধানী তেল আভিভ (Tel Aviv) এবং হাইফার একাধিক জায়গায়। দীর্ঘ কয়েক দশকের শত্রুতা যখন চরমে পৌঁছয়, সেই সময়ই ইজরায়েলে পালটা হামলা শুরু করে ইরান। যার জেরে ইজরায়েলের যে পরিস্থিতি তৈরি হয়, তার জেরে পশ্চিম এশিয়ায় আতঙ্ক বাড়তে শুরু করেছে।

দেখুন কীভাবে জ্বলছে ইজরায়েলের বন্দর শহর হাইফা...

 

আরও পড়ুন: Israel-Iran War: মার্কিন প্রেসিডেন্টকে 'প্রাণে মারতে চাইছে ইরান', 'শেষ করতে চাইছে' ট্রাম্পকে, দাবি নেতানিয়াহুর

এদিকে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাইছে। এমন দাবি করা হচ্ছে ইজরায়েলের তরফে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু বলেন, ইরানের মূল উদ্দেশ্য ট্রাম্পকে হত্যা। মার্কিন প্রেসিডেন্টকে হত্যার জন্যই ইরান ছটপট করছে। মার্কিন প্রেসিডেন্টকে হত্যার জন্যই ইরান ফন্দি আঁটছে বলে দাবি করা হয় নেতানিয়াহুর তরফে।

প্রসঙ্গত ইরানে প্রথম হামলা চালায় ইজরায়েল। ইরানের পরপর দুই সেনা প্রধানের মৃত্যুর পর ইজরায়েলে পালটা প্রত্যাঘ্যাত শুরু হয়। তার জেরেই দাউ দাউ করে হাইফা, তেল আভিভ জ্বলতে শুরু করেছে, তেমনি বহু বহুতলও ভেঙে পড়ছে।