জেনেভা, ১৮ এপ্রিল: করোনাভাইরাসের (COVID 19) কারণে সংকটে বিশ্ব। তবু লড়াই চলছে। গোটা বিশ্ব লড়াই করছে। আর তা করছে একযোগে। কে অপরক সাহায্য করে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐকের বার্তা দিতেই সেজে উঠল সুইৎজারল্যান্ডের আল্পস পর্বতের ম্যাটারহর্ন পর্বত (Matterhorn Mountain) শৃঙ্গ। ঐক্যের বার্তা দিতে ভারতের জাতীয় পতাকা (Indian Tricolour) দৃশ্যমান হল পাহাড়ের গায়ে। এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল গোটা বিশ্ব।
করোনা গ্রাস করছে আমাদের অস্তিত্বকে। তবু সব আশা শেষ হয়ে যায়নি। বাঁচতে গেলে ঘরে থাকতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। এই বার্তা নিয়েই এই প্রদর্শনীর আয়োজন করেন খ্যাতিনামা শিল্পী জেরি হফসটেটার (Gerry Hofstetter)। শুধু ভারতই নয়, অন্য বেশ কয়েকটি দেশের পতাকা তুলে ধরেছে তাঁর এই উদ্যোগ। পাহাড়ের গায়ে নৈশলোকে ফুটে উঠেছে সুইৎজারল্যান্ডের পতাকাও। সুইৎজারল্যন্ড এবং ইতালির সীমান্তে ম্যাটারহর্ন শৃঙ্গে এই আয়োজন করা হয়েছিল। যাতে ওয়েবক্যামে গোটা বিশ্ব এই দৃশ্য দেখতে পারে, তেমন বন্দোবস্তও ছিল। পরে সুইস দূতাবাস এই ছবিগুলি গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়। আরও পড়ুন: Nuclear Test By China?: নিম্ন-স্তরের পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা করেছে চিন, দাবি অ্যামেরিকার
The world is fighting COVID-19 together.
Humanity will surely overcome this pandemic. https://t.co/7Kgwp1TU6A
— Narendra Modi (@narendramodi) April 18, 2020
ভারতের জাতীয় পতাকা পাহাড়ের গায়ে দৃশ্যমান হওয়ার ছবি শেয়ার করেছে সুইৎজারল্যান্ডে অবস্থিত ভারতীর হাইকমিশন। টুইটে লেখা হয়েছে, কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সকল ভারতীয়র প্রতি সংহতি প্রকাশের জন্য সুইৎজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতমালায় ১০০০ মিটারেরও বেশি আকারের ভারতের জাতীয় পতাকা। অনেক ধন্যবাদ।" এই টুইটটি আবার রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, "বিশ্ব একত্রে করেনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। মানবতা অবশ্যই এই মহামারীকে জয় করবে।"