দিল্লি, ১২ সেপ্টেম্বর: ডালাসে (Dallas) খুন করা হল এক ভারতীয়কে। মুণ্ডচ্ছেদ করা হল ওই ভারতীয়র। আমেরিকার ডালাস থেকে এমনই একটি খবর এল। মার্কিন মুলুকে (US) ভারতীয়কে ( খুনের খবর প্রকাশ্যে আসার পাশাপাশি তার ভিডিয়োও সামনে এসেছে। যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।
জানা যায়, ডালাসে কর্মরত ছিলেন কর্ণাটকের (Karnataka) বাসিন্দা চন্দ্র নাগামালাইয়া। ডালাসের যে মোটেলে কিনি কাজ করতেন, সেখানে গণ্ডগোলের পর চন্দ্রের উপর প্রতিশোধ নেওয়া হয়। যে প্রতিশোধ নিতে গিয়ে চন্দ্রমৌলি নাগামালাইয়ার ধড় থেকে মুণ্ড পৃথক করে দেওয়া হয়।
শুধু তাই নয়, চন্দ্র নাগামালাইয়াকে খুনের পর তাঁর মাথা রাস্তার উপর ছুঁড়ে ফেলা হয়। গাড়িতে বসে জানলা খুলে, চন্দ্রের মাথা কাঁচের বাইরে ফেলে দেওয়া হয়। ডালাসে ইয়োদানিস কোবোস-মার্টিনেজ় নামে এক ব্যক্তির হাতে চন্দ্রের খুন হয় বলে জানা যায়।
যে ভিডিয়ো সামনে আসার পর, মার্টিনেজ়কে গ্রেফতার করে মার্কিন পুলিশ। তবে মার্টিনেজ় যেভাবে চন্দ্র অর্থাৎ চন্দ্রমৌলি নাগামালাইয়াকে খুন করে, তার ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
রিপোর্টে প্রকাশ, মার্টিনেজ় যখন ওই মোটোলে ওঠে, সেই সময় সেখানকার একটি ভাঙা ওয়াশিং মেশিন সে ব্যবহার করতে যায়। যা দেখে বাধা দেন চন্দ্র। তিনি জানান, ওয়াশিং মেশিনটি ভাঙা, মার্টিনেজ় যেন তা ব্যবহার না করে। যা শুনে মার্টিনেজ় ক্ষেপে যায়। ঘটনাস্থলেই মার্টিনেজ় মামের ওই আমেরিকান চন্দ্রকে ছুরিবিদ্ধ করে। একের পর এক ছুরির কোপ বসাতে শুরু করে মার্টিনেজ় নামের ওই ব্যক্তি।
দেখুন সেই ভিডিয়ো যখন মার্টিনেজ় চন্দ্রমৌলির কাটা মাথা পার্টিং লটে ছুঁড়ে ফেলে...
Dallas, US🇺🇲
50-year-old Indian American Chandra Nagamallaiah beheaded inside a motel.
37-year-old Yordanis Cobos-Martinez now under arrest.
Chandra Nagamallaiah was the manager of the Downtown Suites motel in Dallas.
The attack followed an argument with the suspect, a… pic.twitter.com/KpK0IeAnKE
— ARIKA🇮🇳 (@nidhisj2001) September 12, 2025
চন্দ্রের স্ত্রী, পুত্র যখন ওই মোটেলে হাজির ছিলেন, সেই সময়ই ওই ঘটনা ঘটে। গণ্ডগোল, চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে হাজির হলে, চন্দ্রের কাটা মাথা নিয়ে দৌঁড়য় মার্টিনেজ়। এরপর পার্কিং লটে চন্দ্রের কাটা মাথা ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় মার্টিনেজ় নামের ওই ব্যক্তি।
ঘটনার খবর পেতেই পুলিশ সেখানে হাজির হয় এবং তল্লাশি চালিয়ে মার্টিনেজ়কে গ্রেফতার করে।