নেপালে (Nepal Unrest) গণরোষ চরমে উঠেছে। যার জেরে কাঠমাণ্ডুর (Kathmandu) যে সবচেয়ে বড় হোটেল, সেই হিল্টন পুড়িয়ে দেওয়া হল। জেন জ়ি-এর প্রতিবাদ আন্দোলন যখন চরমে, সেই সময় কাঠমাণ্ডুতে পুড়িয়ে দেওয়া হয় হিল্টন হোটেল। মঙ্গলবার থেকে নেপালে শুরু হয় জেন জ়ি-র (Gen Z's Protest In Nepal) প্রতিবাদ, আন্দোলন। আর সেই প্রতিবাদ, আন্দোলন যখন চরম আকার নেয়, সেই সময় কাঠমাণ্ডুর পাঁচতারা হোটেল পুড়িয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে কাঠামাণ্ডুর হোটেল। নেপালের সবচেয়ে বড় হোটেল বিক্ষোভকারীরা পুড়িয়ে দিলে, তা বর্তমানে জ্বলে যাওয়া পোড়া বাড়িতে পরিণত হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে।
শুধু হোটেল হিল্টন নয়, প্রধানমন্ত্রী ওলির বাসভবন, সংসদ ভবন, সুপ্রিম কোর্টও পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে তাঁর স্ত্রীকে জ্ব্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। যে ঘটনা গোটা বিশ্বকে নাড়া দিয়ে যায়।
নেপালে যেভাবে জেন জ়ি রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করে, তার জেরে সে দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, প্রত্যেকে ইস্তফা দিতে বাধ্য হন। আর এবার বিক্ষোভ কিছুটা থিতু হলেও, নেপাল এখনও উত্তপ্ত। ফলে সাধারণ মানুষের জনজীবন এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Nepal Unrest: নেপালে কুলমান 'ইন', সুশীলা 'আউট'? পালাবদলের পালা আবার শুরু হিমালয়ের কোলে ছোট্ট দেশে
দেখুন নেপালে পুড়িয়ে দেওয়া হল সবচেয়ে বড় পাঁচতারা হোটেল হিল্টন...
#WATCH | Nepal: Hilton Hotel in Kathmandu all charred after it was set on fire during the recent anti-corruption protest. Drone visuals from the area. pic.twitter.com/uUGpuZ4rRZ
— ANI (@ANI) September 10, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)