বেইরুট, ০১ অগাস্ট: একদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ, অন্যদিকে হিজবুল্লাহর (Hizbullah) সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছে লেবানন (Lebanon)। এই অবস্থায় লেবাননও ইজরায়েলে পাল্টা হামলার হুশিয়ারি দিয়েছে।। যার ফলে আপাতত মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে যে কোনও সময়ে যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বেইরুটে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা হল নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ভারতীয় এখানে থাকছেন তাঁরা যেন অবিলম্বে লেবানন ছাড়েন। তবে যাঁরা একান্তই এখানে থাকতে চান তাঁরা যেন দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরোয় এবং লেবাননে ভারতীয় বসবাসকারীরা যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে। যোগাযোগের জন্য cons.beirut@mea.gov.in ও জরুরি ফোন নম্বর 96176860128 দিয়েছে দূতাবাসের পক্ষ থেকে
এছাড়া যাঁরা ভারত থেকে লেবানন ঘুরতে বা কর্মসূত্রে আসতে চাইছে তাঁদেরও না আসার পরামর্শ দিল ভারতীয় দূতাবাস। ভারত ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিও তাঁদের নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে লেবাননে ক্রমশ উত্তেজনা বাড়ছে ফলে বর্তমানে এদেশে থাকা কোনও ভারতীয়দের জন্য নিরাপদ নয়। যে কোনও সময় বিমান চলাচল বন্ধ হতে পারে। যার ফলে সমস্যায় পড়বেন অনেকে। সেই কারণে লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Embassy of India, in Lebanon tweets, "In view of the recent developments and potential threats in the region, Indian nationals are strongly advised against travelling to Lebanon till further notice." pic.twitter.com/k6xafp28Cg
— ANI (@ANI) August 1, 2024
প্রসঙ্গত, লেবাননকে আগে থেকেই সতর্ক করেছিল ইজরায়েল। গত শনিবার ইজরায়েল অধিকৃত গোলান মালভূমে হিজবুল্লার ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছিল। যার ফলে একাধিক প্রাণ যায়. যাদের মধ্যে ১২ জন শিশু ছিল বলে খবর। এই হামলার পরই ইজরায়েল ও আমেরিকা পাল্টা হামলার হুশিয়ারি দেয়। তারপরেই বুধবার সকালে হামলা চালানো হয় শুকুরের ওপর